বিনোদন ডেস্ক: শাহরুখ খান পুত্র আব্রামের বয়স মাত্র ৪ বছর। এই কয়েক বছরেই বাবার মতো লাইমলাইটে তারকা খ্যাতি পেয়ে গেছে ছোট্ট আব্রাম। প্রকাশ্যে আসতেই তার ছবি তুলতে জেঁকে ধরেন ছবি শিকারিরা। তবে বাবা-মা-ভাই-বোনও ছবি শেয়ার করতে কার্পণ্য করেন না। তেমনি একটি ছবি পোস্ট করতেই সেটি ভাইরাল। এবার আব্রামের সঙ্গে পরিবারের কেউ নয়, বরং একজন গায়িকার কন্যাকে দেখা গেলো। শুধু তাই নয়, বলা হচ্ছে, এই তারকা কন্যার সঙ্গে নাকি ডেটে গিয়েছিল আব্রাম!
সূত্র থেকে জানা গেছে, আব্রামের সঙ্গে দেখা যাওয়া সেই তারকা কন্যা হচ্ছে গায়িকা ও অভিনেত্রী রাজেশ্বরীর মেয়ে সামায়া। লন্ডনবাসী রাজেশ্বরী সম্প্রতি মেয়েকে নিয়ে মুম্বাইতে বাবা-মায়ের কাছে এসেছেন। তিনি আবার আব্রামের মা গৌরির দীর্ঘদিনের বন্ধু। নিমন্ত্রণ রক্ষা করতে মান্নাতে গিয়েছিলেন তারা। সেখানেই এই দুই খুদে তারকার ‘প্লে-ডেট’-এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গৌরি, যা এখন ভাইরাল।-বলিউড পাপা
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস