শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ১০:০৮:৪৭

ড্রাইভার আমাকে ডার্টি মেসেজ পাঠিয়েছিল: সানি লিওন

ড্রাইভার আমাকে ডার্টি মেসেজ পাঠিয়েছিল: সানি লিওন

বিনোদন ডেস্ক: কেউ কি আপনাকে ডার্টি মেসেজ পাঠিয়েছিল? প্রশ্ন করা হয়েছিল সানি লিওনকে। তার উত্তর দিলেন তিনি। জানালেন, তাঁর ড্রাইভার তাঁকে ডার্টি মেসেজ পাঠিয়েছিল। তবে ভুল করে। পরে নাকি ড্রাইভার ক্ষমাও চেয়ে। তবে কী সেই মেসেজ তা জানাননি সানি।

ক্যারিয়ার শুরু করলেও এখন বলিউডের বেশ আলোচিত নাম সানি লিয়ন। তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সম্প্রতি তিনি মোস্ট সার্চড উইমেন অফ দা ইয়ারের খেতাবও পেয়েছেন। বলিউডে আসার পর থেকে একাধিক কারণে খবরের শিরোনামে থেকেছেন। ফ্যাশন কিংবা অভিনয়, নজর কেড়েছেন সবক্ষেত্রে।

আইটেম ড্যান্সারের ভূমিকায় এখন বলিউড পরিচালকদের প্রথম পছন্দ সানি। একের পর এক ছবিতে আইটেম ডান্সারের ভূমিকায় দেখা গেছে তাঁকে। সেই সানির ডার্টি মেসেজ নিয়ে নিজের অভিজ্ঞতা সামনে আনায় আবারও চলে এলেন লাইমলাইটে।      

সোশাল মিডিয়াতেও জনপ্রিয় সানি। মাঝে মাঝে বোল্ড ছবি পোস্ট করেন। সম্প্রতি ২১ মাসের এক কন্যাসন্তান দত্তক নিয়ে এসেছিলেন প্রচারের আলোয়। সানিকে একা নয়। একই প্রশ্ন করা হয়েছিল অভিনেতা আরবাজ খানকে। তবে এনিয়ে কিছু বলেননি আরবাজ। তিনি উত্তরই দেননি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে