বিনোদন ডেস্ক: ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ ছবির শুটিং করছিলেন চিত্রনায়ক শাকিব খান। সেখানে যাওয়ার আগে গত ২২ নভেম্বর অপু বিশ্বাসকে পাঠানো তালাকের নোটিশে তিনি স্বাক্ষর করেন। অপুকে তালকনামা পাঠানোর পর মিডিয়া ও ভক্তদের মাঝে তোলপাড় হয়ে যায়।
কিন্তু অস্বাভাবিক ভাবে অপুর কোন ভাবান্তর হয়নি। এদিকে তিনি একবার বলছেন তিনি তালাক চাননা সংসার করতে চান, আবার বলছেন আমাকে তালাক দিতে হলে দেনমোহরের এক কোটি সাত লাখ টাকাই দিতে হবে। যেখানে শাকিব বলছেন দেনমোহরের পরিমাণ শুধু সাত লাখ টাকা ।
অপুর খুব বিশ্বস্ত একাধিক সূত্র জানাচ্ছে কী এক অজ্ঞাত কারনে ভীষণ রকম ফুরফুরে মেজাজে আছেন অপু। প্রতিদিন জিমে যাচ্ছেন। ফ্যাশন হাউজের ইভেন্টে যাচ্ছেন, এমনকি নারায়নগঞ্জের ইভেন্টে পর্যন্ত ডান্স পারফর্ম করেছেন সম্প্রতি। মাত্র দুদিন আগেই ভাসাবির ফটোশূটে অংশ নিয়েছেন। নিজেকে ব্যস্ত রেখেছেন।
মিডিয়ার সঙ্গে কথা বলার সময় অপু যতই মানসিক বিপর্যস্ততার কথা বলুন না কেন, আদতে তিনি ততটা বিপর্যস্ত নন বলেই জানাচ্ছে তার বিস্বস্ত সূত্রগুলো। ফলে ধরে নেয়া যায়- হয় অপু বিষয়টি সহজভাবে মেনে নিয়েছেন অথবা তার বিশেষ কোনো পরিকল্পনা আছে।
আইনানুযায়ী শাকিব-অপুর এখনও বৈবাহিক সম্পর্ক বিদ্যামান। নোটিশ প্রাপ্তির ৯০ দিন অতিক্রান্ত না হলে তালাক কার্যকর হয় না। এ সময় পক্ষগণের বৈবাহিক সম্পর্কের কোন প্রকার পরিবর্তন হয় না। তালাক সম্পূর্ণ কার্যকরী না হওয়া কালতক পক্ষগণ আইনসম্মতভাবে স্বামী-স্ত্রী হিসেবেই থেকে যায়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস