শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ১১:০৩:৪১

নতুন বছরে ভক্তদেরকে হাবিবের 'লাখ টাকার উপহার'

নতুন বছরে ভক্তদেরকে হাবিবের 'লাখ টাকার উপহার'

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের শুরুতেই ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার 'চলো না' শিরোনামের মিউজিক ভিডিওটি জানুয়ারিতে ইউটিউবে প্রকাশ করবে গানচিল। জানা গেছে, ব্যয়বহুল এই মিউজিক ভিডিও তৈরিতে খরচ হচ্ছে ১৫ লাখ টাকা।

এতে হাবিবের সঙ্গে অভিনয় করেছেন শার্লিনা হোসাইন। হাবিবের 'মনের ঠিকানা' গানের মিউজিক ভিডিওতেও শার্লিনা অভিনয় করেছিলেন। তানিম রহমান অংশুর পরিচালনায় মিউজিক ভিডিওর শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর আর কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে