শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৬:৪৪

স্বামীকে নিয়ে আবেগপ্রবণ ফেসবুক বার্তা অপূর্ব’র স্ত্রীর

স্বামীকে নিয়ে আবেগপ্রবণ ফেসবুক বার্তা অপূর্ব’র স্ত্রীর

বিনোদন ডেস্ক: পুরস্কার দিয়ে কারো কাজকে কতটা মূল্যায়ন করা যায়, সে বিষয়ে দ্বিমত রয়েছে। তবে পুরস্কার অর্জন যে কাজের গতিকে তরান্বিত করে এ বিষয়ে দ্বিধা নেই। আর তাই, স্কুলে সন্তান যখন কোনো কাজের জন্য পুরস্কৃত হন, তখন সবচেয়ে বেশি খুশি হন মা। তেমনি, ভাই পুরস্কার পেলে বোন, বোন পুরস্কার পেলে আনন্দিত হন ভাই। মোদ্দাকথা, পুরস্কার প্রাপ্তির বিষয়টিই এমন যে- আপনজনের মধ্যে কেউ একজন পুরস্কার পেলে পরিবারের সবার মধ্যে সেই আনন্দ ছড়িয়ে পড়ে। স্ত্রীর অর্জনে স্বামী যেমন আনন্দিত হন, তেমনি স্বামীর অর্জনে স্ত্রীও আনন্দিত হন, হয়ে পড়েন আবেগপ্রবণ। সম্প্রতি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র পরিবারে ঘটেছে তেমনি এক সুখকর ঘটনা।

‘এটিএন বাংলা অ্যাওয়ার্ড শো’ সেরা অভিনেতা হিসেবে পুরষ্কার পেয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। স্বামীর এ অর্জনে বেশ আনন্দিত হয়েছেন অভিনেতা অপূর্বের স্ত্রী নাজিয়া হাসান। সেই আনন্দকে ছড়িয়ে দিতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছেন নাজিয়া। স্বামীর প্রতি তার ভালোবাসা কতটা গভীর, সেটা ফুটে উঠেছে সেই স্ট্যাটাসের মাধ্যমে। অপূর্বের উদ্দেশ্যে নাজিয়ার লেখা স্ট্যাটাসের বাংলা ভাবার্থ দাঁড়ায়, “আমার শ্রেষ্ঠ অর্জনগুলোর মধ্যে তুমি একটি। তোমাকে নিয়ে সর্বদা গর্ব করি। তুমি আজ আমাদের গর্বিত করলে। ‘এটিএন বাংলা অ্যাওয়ার্ড শো’ সেরা অভিনেতা হিসেবে পুরষ্কার অর্জনের জন্য আমার অন্তর থেকে তোমাকে অভিনন্দন। সব সময় অসাধারণ থেকো, মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আরও বেশি অর্জন কর”।

দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ২০১১ সালে বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। সেই থেকে তাদের সংসার শুরু। এরপর ২০১৪ সালের ২৭ জুন অপূর্বের জন্মদিনেই তার স্ত্রী নাজিয়া এক পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় আয়াশ। পুত্র আয়াশ পৃথিবীতে আসার পর থেকেই বদলে যেতে থাকে তাদের সংসার। সুখী দম্পতি হিসাবে আরো পরিণত হয় তারা। বর্তমানে সেই সন্তানের বয়স এখন তিন বছরে পা রেখেছে।
৩০ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে