শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ০২:৪০:১৮

বুবলীকে নিয়ে কলকাতা চষে বেড়াচ্ছেন শাকিব খান

বুবলীকে নিয়ে কলকাতা চষে বেড়াচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্ক: বড় তারকারা এটা করেই থাকেন। বিশেষ করে যারা ফিল্মের নেতৃত্বে থাকেন তাদের ক্ষেত্রে এ ঘটনা বেশিই দেখা যায়। আর তা হলো নায়িকার ব্যাপারে সুপারিশ বা অনুরোধ করা। শাকিব খান এর আগে অপু বিশ্বাসকে নেওয়ার ব্যাপারে বিভিন্ন ছবির প্রযোজক, এমনকি বিভিন্ন আয়োজকদের যেমন অনুরোধ করতেন এখন ঠিক তেমনি অনুরোধ করছেন বুবলীর ব্যাপারে।

চলচ্চিত্র শিল্পীরা সাধারণত অভিনয়ের বাইরে একাধিক বাণিজ্যিক শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি বা পারফর্মেন্স অনুষ্ঠানে নেচে গেয়ে রোজগার করেন।

সেদিক দিয়ে আগামী বেশ ক’টি অনুষ্ঠানে দেখা যাবে শাকিব-বুবলী জুটিকে। সম্প্রতি কলকাতার একটি স্টেজ শো’র পোস্টারে শোভা পাচ্ছে শাকিব বুবলীর ছবি। একইসাথে কলকাতার আরোকিছু স্টেজ প্রোগ্রামে পারফর্ম করবেন তারা দু’জন। এর ফাঁকে কলকাতার প্রতিষ্ঠিত প্রডাকশন হাউজগুলোতেও বুবলীকে নিয়ে যান শাকিব খান। একাধিক মিটিংয়েও অংশ নেন। তাই খুব জলদি নতুন কিছু খবর পাওয়া যাবে এটিই স্বাভাবিক।

এ প্রসঙ্গে মতামত চাইলে বুবলী বলেন, ‘প্রফেশনাল কাজের ক্ষেত্রে কারো রেফারেন্স তো অন্যায় কিছু নয়। আর দর্শক চাহিদা আছে বলেই তো কাজ করছি।’
৩০ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে