শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৪২:২৬

মারা গেলেন মৌ’এর আপন বড় বোন মিথি

মারা গেলেন মৌ’এর আপন বড় বোন মিথি

বিনোদন ডেস্ক: মারা গেলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এর বড় বোন শেগুফতা ইসলাম মিথি। গতকাল রাত আটটা নাগাদ ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে তাদের পরিবারে চলছে শোকের মাতম।

তার কাজিন সৈয়দ মাসুম রেজা ফেসবুকে লিখেছেন, ‘আমার ফুপাতো বোন শেগুফতা ইসলাম মিথি আপু আজ রাত ৮ টার দিকে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিথি আপু, তোমার সাথে অনেক কথা ছিল। আদর করে, মিষ্টি করে বকা দিয়ে আর আমাকে তুমি ডাকবে না, এটা ভাবতে পারছি না। এখানে তো ভালো থাকতে পারলে না, না ফেরার দেশে অনেক অনেক ভালো থেক আপু।’

বিনোদন জগতের অনন্য তারকারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেতা মীর সাব্বির লিখেছেন, ‘বছরের শেষ সময়ে এসে একের পর এক দুঃসংবাদ শুনে যাচ্ছি। মনটা খারাপ হয়ে যাচ্ছে। শ্রদ্ধেয় বেগম মমতাজ হোসেনের পর,আমাদের খুবই আপন জন সাদিয়া ইসলাম মৌ ভাবির বড় বোন মিথি আপা এবার আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। মিথি আপা ভালো থাকবেন’।
৩০ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে