শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪১:২৯

ঘরে বাইরে দিয়ে শুরু হচ্ছে মমর নতুন বছর

ঘরে বাইরে দিয়ে শুরু হচ্ছে মমর নতুন বছর

বিনোদন ডেস্ক: শুরু হচ্ছে নতুন বছর। একদিন পেরোলেই ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নেবে ২০১৭। নতুন ভাবনা আর নতুন পরিকল্পনায় শুরু হবে নতুন বছর। শোবিজ তারকাদের নতুন বছরও শুরু হচ্ছে ভিন্ন ভিন্ন আয়োজন আর পরিকল্পনা নিয়ে। বছরের প্রথম দিন থেকেই ‘ঘরে বাইরে’ নামের একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে যাত্রা শুরু করছেন জাকিয়া বারি মম।

মতিয়া বানুর শুকুর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। সুখ-দুঃখ, সংকট, সংশয়, টানাপোড়েন আর সংগ্রামের মধ্য দিয়ে কীভাবে কাটে মানুষের জীবন? নানা সংকটে থাকা মানুষও ভালোবাসতে জানে। প্রতিনিয়ত নতুন নতুন স্বপ্ন দেখে। এটিই হচ্ছে ধারাবাহিকটির গল্পের উপজীব্য।

এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘ঘরে বাইরে মূলত আমাদের দৈনন্দিন জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। নতুন বছরে আমার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারে আসবে। এটি দিয়েই যাত্রা শুরু হচ্ছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে। কারণ একটি ধারাবাহিকে যে বিষয়গুলো দর্শকদের আগ্রহের কারণ তার সবকিছুই এতে রয়েছে।’ নতুন বছরের প্রথম দিন থেকে সপ্তাহের রবি ও সোমবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটকটি।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে