শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৫:৩৫

ওমানে সহকর্মীদের সাথে উল্লাসে মেতে উঠলেন শাহরুখ

ওমানে সহকর্মীদের সাথে উল্লাসে মেতে উঠলেন শাহরুখ

বিনোদন ডেস্ক: একজন বিখ্যাত ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক এবং মানবপ্রেমিক হলেন শাহরুখ খান। যিনি আমাদের কাছে কিং খান হিসেবে সমধিক পরিচিত। বর্তমানে তিনি পৃথিবীর সফল চলচ্চিত্র তারকার খ্যতি লাভ করেন। ২০০৮ সালে নিউজউইক তাঁকে বিশ্বের ৫০ ক্ষমতাশীল ব্যক্তির তালিকায় স্থান দেয়।

তাঁর অর্থসম্পদের পরিমাণ ২৫০০ কোটি রুপিরও বেশি বলে জানা যায়। শুধু তাই নয়, অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়।

মাঝেমধ্যে জনপ্রিয় এই অভিনেতাকে তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে দেখা যায় ব্যক্তিগত আর ক্যরিয়ার জীবনের বিভিন্ন বিষয় শেয়ার করতে। এদিকে আজ দেখা গেলো তিনি ওমানে সহকর্মীদের সাথে একটি ছবি পোস্ট করতে গিয়ে লিখেছেন, ‘আমাদের ভালবাসা আর পরম যত্নের কল্যাণ জুয়েলার্স, মস্কো। ভালবাসা রইলো কলিগ ও কল্যাণ জুয়েলার্সের প্রতি ’।

গত শুক্রবার তাঁর ফেসবুক পেইজ থেকে জানা যায়, তিনি ওমানের মস্কোতে কল্যাণ জুয়েলার্সের শাখার উদ্ধোধনী প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য উড়াল দিয়েছেন ওমান। আজ আর সেখানে কলিগদের সাথে উল্লাসে মেতে উঠেছেন কিং খান।

উল্লেখ্য, ১৯৮০ এর শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তিনি ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। এছাড়া হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন শাহরুখ খান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে