বিনোদন ডেস্ক: ১১ ডিসেম্বর বিয়ে করেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ২১ তারিখ দিল্লির রিসেপশন সেরে ২৬ তারিখ মুম্বাইয়ে বিয়ে পরবর্তী পার্টি দিলেন নব দম্পতি। পার্টিতে বলিউড তারকা থেকে শুরু করে উপস্থিত ছিলেন ক্রিকেট তারকারাও। সেদিন নতুন নামকরণ হল আনুশকার। ক্রিকেটার যুবরাজ সিং নামকরণ করলেন নায়িকার। কি সেই নাম, জানেন?
জানা গেছে, আনুশকাকে নাকি পার্টিতে ‘রোজি’ নামে ডেকেছেন যুবরাজ। রিসেপশনের পর যুবরাজ সিং বিরাট ও আনুশকার সঙ্গে একটি ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিতেই আনুশকাকে ‘রোজি ভাবি’ নামে সম্বোধন করেন তিনি। ছবির ক্যাপশনে যুবরাজ লিখেছেন, ‘চিকু এবং রোজি ভাবি, তোমাদের দুজনকে লাইফটাইম পার্টনারশিপের শুভেচ্ছা।’
প্রশ্ন হল, যুবরাজ আনুশকার এই নামকরণ কেন করলেন? উল্লেখ্য, আনুশকার ‘বম্বে ভেলভেট’ সিনেমায় তার নাম ছিল রোজি। অনেকে বলছেন, সিনেমার সেই নামেই আনুশকাকে ডেকেছেন যুবরাজ। যদিও আনুশকার এই সিনেমাটি তার জীবনের সেরা ফ্লপ সিনেমা। তাই এই নামকরণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ভক্তদের মনে।
প্রসঙ্গত, মুম্বাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের রিসেপশনে হাজির ছিলেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন পরিবার সহ একাধিক বিনোদন জগতের তারকা। ক্রিকেটারদের মধ্যে ছিলেন সচিন, যুবরাজ, গৌতম গম্ভীর, মহেন্দ্র সিং ধোনি সহ অনেক ক্রিকেটার। এদিকে পার্টি শেষ করে দ্বিতীয়বারের মত হানিমুন করতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছেন বিরুশকা।-মুম্বাই মিরর
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস