শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ১০:৫১:৫৬

মানব পাচার: পরিচালক অনন্য মামুন আজীবন নিষিদ্ধ

মানব পাচার: পরিচালক অনন্য মামুন আজীবন নিষিদ্ধ

বিনোদন ডেস্ক: 'বাংলাদেশি নাইট' নামের সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মালয়েশিয়ায় মানব পাচারে অভিযোগে গ্রেপ্তার হওয়া পরিচালক অনন্য মামুনকে এবার আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ শনিবার দুপুরে পরিচালক সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, ঘটনার সতত্যা যাচাই করতে মালয়েশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরিচালক সমিতি। অভিযোগের প্রমাণ পাওয়ার পর আজীবনের জন্য তাকে বহিস্কার করা হয়। অভিযুক্ত মামুনকে ফ্যাক্সের মাধ্যমে আানুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।  

এর আগে গত বৃহস্পতিবার এক সভার মাধ্যমে মামুনের সদস্যপদ সাময়িকবাবে স্থগিত করা হয়েছিল। তখন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন কালের কণ্ঠকে বলেছিলেন, আপাতত তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। আগামী শনিবার জেনারেল মেম্বারদের নিয়ে মিটিং। সেখানে যদি অধিকাংশরা চান তাহলে তাকে আজীবন নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর 'বাংলাদেশি নাইট' নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানব পাচারের অভিযোগে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে আটক করা হয় অনন্য মামুনকে। এখনও তিনি আটক আছেন।
ওই অনুষ্ঠান উপলক্ষে শিল্পীদের বাইরে কমপক্ষে ৩০ জনের মত মানুষকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।  দুই বছর আগেও সনদ জালিয়াতির অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে