শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ১১:৪৩:৩২

এই বলিউড তারকারা ২০১৮ সালে বিয়ে করবেন

এই বলিউড তারকারা ২০১৮ সালে বিয়ে করবেন

বিনোদন ডেস্ক: নতুন বছরে শুরু হবে নতুন স্বপ্ন দেখা, নতুন পথচলা। এবারের অ্যালবামে রয়েছে নতুন বছরে যেসব তারকা নতুন জীবনে প্রবেশ অর্থাৎ বিয়ে করবেন তাদের ছবি।

কৃতী শ্যানন ও সুশান্ত সিংহ রাজপুত : ‘রাবতা’ ছবিতে একসঙ্গে অভিনয় করার পর থেকেই বলিউডে গুঞ্জন শুরু হয়েছিল। নতুন বছরে তাদের বিয়ে করার কথা রয়েছে।

রাজকুমার রাও ও পত্রলেখা : বলিউডের এই জুটি অবশ্য খুব একটা রাখ-ঢাক পছন্দ করেন না। ‘সিটিলাইটস’ ছবিতে অভিনয়ের পর থেকেই জমিয়ে প্রেম করছেন অভিনেত্রী পত্রলেখা এবং রাজকুমার রাও।

টাইগার শ্রফ ও দিশা পাটনি : এই জুটি বহুদিন ধরেই প্রেম করছেন বলে গুঞ্জন। যদিও সরাসরি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি টাইগার বা দিশা। বলিউডে একসঙ্গে ছবিও করতে চলেছে এই ‘কাপল’।

আনন্দ অহুজা ও সোনম কাপুর : সোনমকে বলিউডের ‘মোস্ট স্টাইলিশ’ অভিনেত্রী বললে কেউই খুব একটা আপত্তি করবেন না। কিছুদিন আগেই ব্যবসায়ী আনন্দের সঙ্গে সোনমের সম্পর্কের কথা দুজনে মেনেও নিয়েছেন।

রণবীর সিং-দীপিকা পাড়ুকোন : বলিউড মহলের অন্দরে তাদের প্রেমের গুঞ্জন চলছে। জানা গেছে তারা নতুন বছরে সাত পাকে বাঁধা পড়বেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে