রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:৩২:৩০

এবার থার্টি ফার্স্ট নাইট মাতাবেন পপি-অনুষ্ঠানটি হবে যেখানে

এবার থার্টি ফার্স্ট নাইট মাতাবেন পপি-অনুষ্ঠানটি হবে যেখানে

বিনোদন ডেস্ক: ইংরেজি বছরের শেষদিন আজ। আর একদিন পরই আসবে নতুন বছর। তাই ইংরেজি এই বছরের শেষদিনে রাজধানী ঢাকার বেশকিছু জায়গায় থাকবে জমকালো আয়োজন। যাকে এক কথায় বলা হয় থার্টি ফার্স্ট নাইট পার্টি। এরই অংশ হিসেবে কুর্মিটোলার গলফ ক্লাবের একটি অনুষ্ঠানে অংশ নেবেন চিত্রনায়িকা পপি। অনুষ্ঠানটি নিয়ে পপি বলেন, বেশ বড় ধরনের আয়োজন এটি।

আমার সঙ্গে ফেরদৌসসহ অনেকে অংশ নেবেন। হোয়াইট স্যান্ড রিসোর্টের আয়োজনে হবে থার্টি ফার্স্ট নাইটের এই বিশাল অনুষ্ঠান। আশা করি, জমকালো এই অনুষ্ঠানটি সকলে বেশ উপভোগ করবেন। আয়োজক সূত্রে জানা যায়, জমকালো এই আয়োজনে আরও অংশ নেবেন পূর্ণিমা, ইমন, নওশীন, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলী-নীপা, ডিজে রনো।

কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যানকুইট হলে রাতের ডিনারসহ এই আয়োজন থাকবে। ক্লাবের সদস্যরা ১০০০ টাকা এবং অতিথিরা ২০০০ টাকার বিনিময়ে টিকিট কেটে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এদিকে, চলতি বছর চিত্রনায়িকা পপি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘সোনাবন্ধু’।

জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ডিএ তায়েব। ছবিতে রশ্মি চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিতে আরও অভিনয় করেন পরীমনি। ছবিটি মুক্তির পর দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন পপি। আর আসছে নতুন বছরে নতুন ছবি নিয়ে হাজির হবেন তিনি। ছবির নাম ‘টার্ন’। ছবিটি পরিচালনা করবেন শহীদুল হক খান। নির্মাতা নিজেই এ ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে