রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৪:৪১

বাচাঁর আকুতি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস,‘আপনাদেরকে ছেড়ে যেতে চাই না’

বাচাঁর আকুতি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস,‘আপনাদেরকে ছেড়ে যেতে চাই না’

বিনোদন ডেস্ক:প্রত্যেক মানুষই মৃত্যুর মিছিলের নীরব যাত্রী। ইচ্ছা-অনিচ্ছায় সবাইকে সেই শুভযাত্রায় অংশগ্রহণ করতে হচ্ছে। কেউ জানে না কার, কোথায়, কিভাবে মৃত্যু হবে। তবে কে চায় অকালে মরে যেতে। তেমনি একজন হ্যাপি আফরিন। ২০১২ সালে রবি ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসা এই কণ্ঠশিল্পী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

নিজের ফেসবুক টাইমলাইনে বাচাঁর আকুতি জানিয়ে স্ট্যাটাস দিয়েছে। সেখানে সে লিখেছে, “রক্ত দেয়া হচ্ছে শরীরে, মরতে ভয় হয় না কিন্তু এত তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে যেতে চাই না।”

গণমাধ্যম এবং ঘনিষ্টদের থেকে জানা যায়, এনিমিয়ায় আক্রান্ত হ্যাপিকে গত ২৩ তারিখে রাজধানীর নর্দার্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে শুক্রবার রাজধানীর শমরিতার আইসিইউতে হ্যাপিকে নেওয়া হয়।

হ্যাপির বাবা একজন গাড়িচালক। হ্যাপি নিজে পড়াশোনার পাশাপাশি টুকটাক গান করতেন। হ্যাপির মা শাহনাজ আক্তার বলেন, আমার মেয়ে এনিমিয়ায় আক্রান্ত। রক্ত শরীরে থাকে। কিছুদিন থেকে সেটা প্রকট আকার ধারণ করেছে। আমরা চিকিৎসা চালাচ্ছি। কিন্তু আমাদের আর্থিক অবস্থা না ভালো থাকায় খুব চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ওর শরীর অনেক দুর্বল। উঠে বসতে পারে না। অবস্থা সংকটাপন্ন। এজন্য শমরিতার আইসিইউতে ভর্তি করা হয়েছে। এখানে অনেক টাকা লাগবে। কয়েকজন শিল্পী আমাকে সাহায্য করেছেন। জানি না সামনে যে টাকা লাগবে কোথায় পাবো।

এর আগে ২৪শে ডিসেম্বর ফেসবুকে এটি স্ট্যাটাসে লিখেন, “Blood sell গুলো ঠিক করে কাজ করছে না, রাতভর স্যালাইন চলেছে, -এখনো শেষ হবার নাম নেই “

হ্যাপি আফরিন রবি ট্যালেন্ট হান্ট থেকে প্রথম হৃদয় মিক্স থ্রিতে কাজ করেছেন। এরপর কণ্ঠশিল্পী শহিদ, বাঁধনের সাথে বেশ কিছু কাজ করেছেন। হ্যাপির বাসা নারায়ণগঞ্জের চাষাড়ায়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে