রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ১০:৪০:৪২

করণকে কেনো চড় মারলেন প্রিয়াংকা?

করণকে কেনো চড় মারলেন প্রিয়াংকা?

বিনোদন ডেস্ক: শিরোনাম দেখে ভাববেন না ভাটা পড়েছে তাঁদের বন্ধুত্বে। তবে, বাস্তবেই করণ জোহরকে চড় মেরেছেন প্রিয়াঙ্কা চোপড়া, অবশ্য মজার ছলে। সম্প্রতি করণ জোহর ও রোহিত শেঠির নতুন রিয়্যালিটি শো ‘ইন্ডিয়া’স নেক্সট সুপারস্টার’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই এ ঘটনা ঘটেছে।

অনেকেই জানেন, ‘বোম্বে ভেলভেট’ এরও আগে করণ জোহরকে অভিনেতা হিসেবে পর্দায় কিছু সময়ের দেখা গিয়েছিল ১৯৯৫ সালে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ চলচ্চিত্রে। শাহরুখের বন্ধুর সেই চরিত্র করতে গিয়ে অমরেশ পুরির দোকান থেকে বিয়ারের বোতল আনতে ব্যর্থ হওয়ায় চড় খেতে হয়েছিল কিং খানের কাছ থেকে।

এবার সেই দৃশ্য পুনরায় ধারন করার ইচ্ছা পোষণ করলেন প্রিয়াঙ্কা। করণ-রোহিতের অনুষ্ঠানে এসে জানিয়েছেন ঐ দৃশ্য প্রিয়াঙ্কার সবচেয়ে প্রিয় আর নিজে শাহরুখ খানের রূপ নিয়ে করণকে চপেটাঘাত করতে চান। ব্যস, রোহিত শেঠী হয়ে গেলেন অমরেশ পুরি, প্রিয়াঙ্কা বনে গেলেন শাহরুখ খান আর করণ জোহর নিজের চরিত্রেই থাকলেন। বলিউডের খ্যাতিমান এই পরিচালককে শাহরুখের মতো চড় মেরে নিজে খায়েশ পূরণ করলেন প্রিয়াঙ্কা। কিছুদিনের মধ্যের টেলিভিশন পর্দায় প্রচারিত হবে করণের সাথে প্রিয়াঙ্কার খুনসুটি মাখা এই পর্বটি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে