রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:৪৭:৪৫

মেয়ের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন চিত্রনায়ক ওয়াসিম

মেয়ের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন চিত্রনায়ক ওয়াসিম

বিনোদন ডেস্ক: এক সময়কার সাড়া জাগানো চিত্রনায়ক ওয়াসিম এখন ধরাছোঁয়ার বাইরে। সিনেমা জগতের বেশিরভাগ মানুষজন এক কথায় বলে বেড়ান ওয়াসিম ভাই তো নিখোঁজ। দিনের পর দিন তার মুঠোফোনে একই আওয়াজ ‘মোবাইল ক্যান নট বি রিচ অ্যাট দিজ মোমেন্ট’। খোলা থাকলেও রিং হতেই থাকে…।

আসলে কী হয়েছে ওয়াসিমের? কেনইবা তিনি লোকচক্ষুর অন্তরালে? একটি সূত্রে জানা গেছে, ওয়াসিম তার মেয়ের অকাল মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন। তারপর থেকে তিনি নিজেকে একেবারেই গুটিয়ে ফেলেন, চেনাজানা লোকজনের কাছেও ঘেঁষতে চান না। শোনা যায়, ওয়াসিম এখন একা থাকতেই বেশি ভালোবাসেন, বই পড়েন, কারও সঙ্গে বেশিক্ষণ কথা বলতেও নাকি খুব একটা ইচ্ছুক নন। তবে এফডিসির বড় কোনো অনুষ্ঠান কিংবা নির্বাচনে এক সময়কার এই জনপ্রিয় নায়ককে দেখা যায়।

নায়ক ওয়াসিমের অভিনয় জীবনের ৪৫ বছর চলছে এখন। ১৯৭২ সালে প্রখ্যাত পরিচালক মোহসিন তাকে ‘রাতের পর দিন’ চলচ্চিত্রে নায়ক হিসেবে সুযোগ দিলেও বড়পর্দায় তার অভিষেক ঘটে এসএম শফির (২২-০৯-১৯৭২) ‘ছন্দ হারিয়ে গেল’ ছবির মাধ্যমে। এই চলচ্চিত্রে ওয়াসিমের নায়িকা ছিলেন অলিভিয়া। এখন? চলচ্চিত্রের পর্দায় ওয়াসিমও নেই, অলিভিয়াও নেই…।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে