রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:৪৯:৪০

বাস্তবে কতটা ‘বোল্ড’ এই মুখার্জী বাড়ির বউ?

বাস্তবে কতটা ‘বোল্ড’ এই মুখার্জী বাড়ির বউ?

বিনোদন ডেস্ক: তরী’! এক ডাকেই এখন সবাই চেনে একটাই মুখ। খোকাবাবু সিরিয়ালের মুখ্য চরিত্র ‘তরী’ অর্থাৎ তৃণা সাহা বাঙালির ঘরে এখন যথেষ্ট জনপ্রিয়। সিরিয়ালে কিন্তু বেশিরভাগ সময়ই শাড়ি পরতে দেখা যায় তরীকে। তবে বাস্তবে তরীর সাজ কেমন? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাবে আসলে কিন্তু বেশ হট অ্যান্ড হ্যাপেনিং মুখার্জী বাড়ির বউ।

সিরিয়ালে কিন্তু যথেষ্ট ট্র্যাডিশনাল সাজে দেখা যায় তরীকে। তবে বাস্তবে ওয়েস্টার্ন পোশাকে বেশ স্বচ্ছন্দ তৃণা। ছোট পোশাকে বেশ কিছু ফটোশুটও করতে দেখা গেছে তাকে। একাধিক বোল্ড ফটোও রয়েছে তার ফেসবুক অ্যাকাউন্টে।

শ্রী শিক্ষায়তনের ছাত্রী তৃণা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। নাচও শিখেছেন। এরপর শুরু অভিনয়। আর একেবারে শুরুতেই যাকে বলে ছক্কা। বাজিমাৎ করে ফেলেছেন তিনি। আর এক অভিনেতা অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে তার একাধিক ছবিও রয়েছে ফেসবুকে। যা থেকে স্পষ্ট যে ওই অভিনেতার সঙ্গে তার বিশেষ কোনও সম্পর্ক রয়েছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে