বিনোদন ডেস্ক: ২০১৭ সালে আমি প্রতিটি পদক্ষেপে সফল হয়েছি বলে মনে করি। আমি যা চিন্তা করেছি, যতটা পরিশ্রম করেছি, যতটা ত্যাগ শিকার করেছি, পরিকল্পনা অনুযায়ী যতটুকু কাজ করেছি, আমি মনে করি আমার জায়গায় আমি ঠিক ছিলাম। এজন্য আমি আমার কাজের ফলও পেয়েছি। বলতে গেলে, আমার সাত বছরের অভিনয় ক্যারিয়ারে ২০১৭ সাল খুব ভালো কেটেছে।
আমি সবসময় ইতিবাচক চিন্তা করতে পছন্দ করি। আমার এমন কখনও মনে হয় না যে, এই কাজটি করতে পারলে ভালো হতো, এটা করতে পারিনি বলে মন খারাপ- এই আফসোস আমার নেই। আল্লাহর রহমতে নতুন বছরেও আমার কোনো সমস্যা হবে না। আশা করছি, এ বছরটিও ভালো কাটবে। যদিও ২০১৭ সালে আমি অনেক কম কাজ করেছি। ধারাবাহিক নাটকের কাজ কমিয়ে দিয়েছিলাম। তবে যেসব কাজ করেছি তা বেছে বেছে করেছি। আসলে সব সময় তো একরকম যায় না। নতুন বছরে নাটক-টেলিফিল্মের কাজও করব। তবে ভালো গল্প নিয়ে কাজ করতে চাই। ইতোমধ্যে বেশ কিছু কাজ শুরু করেছি। এর মধ্যে রয়েছে- সুমন আনোয়ার ভাইয়ের ‘ইডিয়ট’ নামের ধারাবাহিক। নজরুল ইসলাম খানের একটি নাটকে কাজ করছি। গোলাম সোহরাব দোদুলের একটি ধারাবাহিকেও কাজ করছি। নতুন বছরের প্রথম মাসেই আমার অনেকগুলো নাটকের প্রচার শুরু হবে।
নতুন বছরের পরিকল্পনার মধ্যে বিশেষ হচ্ছে- চলচ্চিত্র। এ বছর চলচ্চিত্র নিয়ে নতুনভাবে ভাববো। ভালো কিছু সিনেমা করতে চাই। এটা আশা করছি। দেখা যাক কি হয়। আর সকলের দোয়া আছে, থাকবে। আমার মনে হয় না, আল্লাহর রহমতে নতুন বছরটি খারাপ কাটবে।
এমটি নিউজ/আ শি/এএস