রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৮:২৭

প্যারিসে বোনের সাথে একই ফ্রেমে বন্দি সোনম কাপুর

প্যারিসে বোনের সাথে একই ফ্রেমে বন্দি সোনম কাপুর

বিনোদন ডেস্ক: ভারতীয় হিন্দি সিনেমায় যেকয়জন অভিনেত্রী তরুণ প্রজন্মের হৃদয়ে ঝড় তুলেছেন তার মধ্যে অন্যতম হলো সোনম কাপুর। সিনেমা প্রেমী পরিবারের জন্ম হওয়াতে ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি ঝোক ছিল তার। সোনম কাপুর বাবা অনিল কাপুর এবং মা সুনিতা কাপুর এর কন্যা। তিনি চলচ্চিত্র নির্মাতা সুরিন্দর কাপুরের নাতনি।

তিনি প্রযোজক বনি কাপুর, অভিনেতা সঞ্জয় কাপুর এবং সন্দীপ মারওয়াহের ভাইঝি। তিন ভাইবোনের মধ্যে সোনম সবচেয়ে বড়, তার পরে রয়েছেন বোন রিয়া এবং ভাই হর্ষবর্ধন। এদিকে নতুন বছরে সোনমকে দেখা গেছে প্যরিসের ছোটবোন রিয়ার সাথে একই ফ্রেমে বন্দি।

ইন্সট্রগ্রামে পাওয়া এই ছবিতে সোনম ও রিয়া কাপুর কেউ কারো চেয়ে কম সুন্দর নয়। দুইজনের সৌন্দর্য মুগ্ধ করেছে ভক্তদের। এদিকে দুইবোনকে একই সঙ্গে দেখতে পেয়ে ভক্তরা ইতিবাচক মন্তব্য করতে থাকে।

উল্লেখ্য, বড় পর্দায় সোনম আত্মপ্রকাশ করেন রনবীর কাপুরের সঙ্গে  ‘সাওয়ারিয়া’  ছবিতে, যা বক্স অফিসে খুব ভালো ফল করেনি তবে বেশিরভাগ সমালোচক তার অভিনয়ের প্রশংসা করেছিলেন।

সোনম কাপুর ২০০৯ সালে অভিষেক বচ্চনের বিপরীতে রাকেশ ওমপ্রকাশ মেহেরার ‘দিল্লি ৬’ এ অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া তার উল্লেখ্যযেগ্য ব্যবসা সফল সিনেমার মধ্যে অন্যতম হলো  ‘আই হেইট লাভ স্টোরিজ’  ও ‘আইশা’ ।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে