রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৫:৩২

বছরের শেষ দিনে চমক দিলেন শাকিব-ববি

বছরের শেষ দিনে চমক দিলেন শাকিব-ববি

বিনোদন ডেস্ক: নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একসাথে প্রকাশ্যে এলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও লাস্যময়ী অভিনেত্রী ববি। আজ বছরের শেষদিন ৩১ ডিসেম্বর দুপুরে রাশেদ রাহা পরিচালিত নতুন ছবি ‘নোলক’ এর প্রথম দৈত পোস্টার প্রকাশ করা হয়।

এসময় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ‘নোলক’ ছবির ফেসবুক পেজে জানানো হয়, ‘একটি নতুন সকাল, কিছু সুন্দর স্বপ্ন, এক মুঠো সাদা মেঘ, আর কিছু স্বপ্নিল সৃষ্টি, এই নিয়ে শুরু হোক আগামি দিনের পথচলা। নোলক টিমের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।’

এর আগে ছবির পোস্টারে পৃথকভাবে শাকিব-ববিকে দেখা গেলেও, এই প্রথম দু’জন একসাথে হাজির হলেন। ‘নোলক’ ছবিতে একজন বাইক রাইডারের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। ববি রয়েছেন সাদামাটা এক গ্রামের মেয়ের চরিত্রে। বি হ্যাপি এন্টারটেইনমেন্ট-এর প্রযোজিত ছবিটিতে শাকিব-ববি ছাড়াও আরো রয়েছেন ওমর সানী-মৌসুমি।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে