স্পোর্টস ডেস্ক: 'বন্ধু তুমি শত্রু তুমি।' এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলির সম্পর্কটা এখন এমনই। বিশ্ব ক্রিকেটের সেরা দুই ব্যাটসম্যান আইপিএলে একই জার্সি পড়ে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর হয়ে।
দুই বন্ধু এবার জাতীয় দলের হয়ে খেলতে নামবেন পরস্পরের শত্রু হয়ে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন সিরিজে বন্ধু ভিলিয়ার্সকে ছাড় দেবেন না, আগেভাগে সেই ঘোষণাও দিয়ে রেখেছেন কোহলি।
৫ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ সিরিজে বন্ধু ভিলিয়ার্সকে নিয়ে কি ভাবছেন কোহলি?
ভারতীয় অধিনায়কের জবাব, 'এবি আমার ভালো বন্ধু। আমি তার খেলার ধরণকে সম্মান করি। মানুষ হিসেবেও তাকে সব সময় সম্মান করি। যখন আমরা পরস্পরের বিপক্ষে খেলি, সীমালঙ্ঘন করি না, আমরা এটা পছন্দও করি না। তবে সবসময়ই আমি এবিকে আউট করতে চাই। আমি নিশ্চিত প্রতিপক্ষও একইরকম ভাবে, যখন আমি কিংবা রাহানে অথবা পূজারা খেলি।'
যদিও সিরিজটাকে কোহলি-ভিলিয়ার্সের লড়াই হিসেবেই দেখছেন সবাই। তবে কোহলি মানছেন না, তারা দুজনই মূল পার্থক্য গড়ে দেবেন। ভারতীয় দলপতি বলেন, 'সবাই এই সিরিজে ভালো খেলতে চাইবে। দলকে সিরিজ জেতাতে অবদান রাখতে চাইবে। যদি আপনি দল হিসেবে খেলতে না পারেন, তবে সিরিজ জেতার মত যথেষ্ট সুযোগও পাবেন না। এ মুহূর্তে আমাদের দলটায় জয়ের ক্ষুধা আছে, সবাই সুযোগ চায়। এটা দারুণ একটা ব্যাপার।'
দীর্ঘ দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকা দলে তিনি এখন কতটা প্রভাব ফেলতে পারেন? এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, 'আমি প্রতিপক্ষ নিয়ে কথা বলতে পারি না। কারণ এবি আমাদের বিপক্ষে খেলার পর খুব বেশি আর খেলেনি। সে অনেকটা সময় পর ফিরেছে। বাইরে যত কথাই হোক, যে দল একসঙ্গে ভালো খেলতে পারবে, তাদেরই জয়ের ভালো সুযোগ থাকবে।'
এমটি নিউজ/আ শি/এএস