বিনোদন ডেস্ক: সম্প্রতি দেশজুড়ে যে ছবিটি নিয়ে আলোচনার বন্যা বয়ে গেছে সেটি হলো তরুণ নির্মাতা রাশেদ রাহা পরিচালিত শাকিব-ববির ‘নোলক’ সিনেমাটি। টানা বেশকিছুদিন ভারতের হায়দ্রাবাদে ছবিটির শুটিং শেষ করে শাকিব খান ‘চালবাজ’ সিনেমার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। এদিকে শুটিং চলাকালে শাকিব খানের দুইটি লুক প্রকাশ করা হলে দর্শকমহলে অনেক প্রশংসা লাভ করে।
অন্যদিকে কয়েকদিন আগে ববির একটি লুক প্রকাশ হয় যা ইতোমধ্যে ভক্তদের নজরকেড়েছে। কিন্তু এতদিন শাকিব ববির আলাদা লুক প্রকাশ হলেও এক সাথে কোন অফিসাল লুক প্রকাশ হয়নি। একটু আগে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে ‘নোলক’ সিনেমার শাকিব-ববির অফিসাল লুকের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,‘ রাশেদ রাহার পরিচারিত নোলক , শীঘ্রই আসছে’।
নোলক’ ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনই তরুণ। শুধু তাই নয়, সিনেমায়ও একেবারে নতুন। একজন ‘বি হ্যাপী এন্টারটেইনমেন্ট’ এর সত্ত্বাধিকারী সাকিব সনেট, এবং অন্যজন নবীন নির্মাতা রাশেদ রাহা। নিজেদের প্রথম ছবিতেই শাকিবকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত দুই তরুণ। তবে সিনেমাটি দর্শকদের কতটুটু গ্রহণযোগ্যতা পায় সেটা এখন শুধু সময়ের অপেক্ষা।
এমটি নিউজ/আ শি/এএস