বিনোদন ডেস্ক: ভারতীয় হিন্দি চলচ্চিত্র জগতে উজ্জ্বল নক্ষত্র হলেন জনপ্রিয় অভিনেত্রী পিয়াঙ্কা চোপড়া। তার সাফল্যের ঝুলিতে একে একে জমা হয়েছে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার, জমা হয়েছে ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’।
ইদানিং তাকে প্রায় দেখা যায় শিশুদের নিয়ে কাজ করতে। মানবপ্রেমী এই অভিনেত্রী সবসময় তার ভেরিফাইড ফেসবুকে ছবি পোস্ট করেন। এদিকে আজ দেখা গেলো তিনি লন্ডনে খেলার মাঠে উচ্ছ্বসিত হয়ে একটি ছবি পোস্ট করতে গিয়ে লিখেছেন, `just casually posing while watching the game! Cause our team won’।
অন্যদিকে হঠাৎ প্রিয়াঙ্কাকে ভক্তরা খেলার মাঠে দেখতে পেয়ে মগ্ধ হয়ে হাজার হাজার লাইক আর কমেন্ট করতে থাকেন। এক ভক্ত লিখেছেন, ‘আপনার হাসি আর খেলা দুইটাই ভালবাসি’। আরেক ভক্ত লিখেছেন, ‘ আপনি সবসময় সুন্দর’।
প্রিয়াঙ্কা শুধু জনপ্রিয় অভিনেত্রী নয় তিনি একজন কন্ঠশিল্পীও। সাবেক মিস ওয়ার্ল্ড খেতাব প্রাপ্ত এই নারী বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী নারীর তালিকাভুক্ত হয়েছেন। কাজের প্রতি ভালবাসা আর অক্লান্ত পরিশ্রম আজ তাকে এই সাফল্য ধরা দিয়েছে।
এমটি নিউজ/এপি/ডিসি