রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৬:৫৮

রজনীকান্তকে ‘‌অশিক্ষিত’‌ বললেন বিজেপি নেতা

রজনীকান্তকে ‘‌অশিক্ষিত’‌ বললেন বিজেপি নেতা

বিনোদন ডেস্ক: সৌজন্যের ধার ধারেন না বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। রবিবার নতুন রাজনৈতিক দল গড়ার কথা ঘোষণা করেছেন রজনীকান্ত। তার সেই সিদ্ধান্তকে অল্প বিস্তর স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক নেতারাই। এমনকি বিজেপি তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে। এই অবস্থায় রজনীকান্তকে ‘‌অশিক্ষিত’‌ বলে কটাক্ষ করলেন স্বামী।

তার মতে, তামিলনাড়ু থেকে দুর্নীতি দূর করার মতো কোনও স্পষ্ট লক্ষ্য নেই থালাইভার। ‌আরও একজন চিত্র তারকা রাজনীতিতে এলেন, এটা হাস্যকর’‌ এখানেই থেমে না থেকে স্বামীর জিজ্ঞাসা, ‘‌কোনও চিত্র তারকা কি দুর্নীতি আটকাতে পারবেন?‌ তিনি একজন অশিক্ষিত। তিনি আমাদের কী শেখাবেন?‌’‌

রাজনীততে নবাগত রজনীকান্ত সফল হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বামী বলেছেন, ‘‌তিনি সংবাদ মাধ্যমকে ভালভাবে ব্যবহার করতে পারেন, রাজনীতি কিন্তু শুধু সংবাদ মাধ্যম দিয়ে হবে না। তামিলনাড়ু গুরুত্বপূর্ণ রাজ্য, সেখানকার মানুষ শিক্ষিত।’‌

রজনীকে তার কুকীর্তি সামনে আনবেন বলেও হুঁশিয়ারী দিয়েছেন এই নেতা। তিনি বলেছেন, একবার রাজনৈতিক দল ঘোষণা করতে দিন রজনীকে, আমি সব সামনে আনব। বিজেপি যদি রজনীর সঙ্গে আতাত করে, তবে তারও বিরোধিতা করবেন বলে স্বামী জানিয়েছেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে