সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ১২:৪৩:৫৫

নিউ লুকে খোশমেজাজে পার্টিতে ঝড় তুললেন শচীন

নিউ লুকে খোশমেজাজে পার্টিতে ঝড় তুললেন শচীন

স্পোর্টস ডেস্ক: বর্ষ শেষ, উৎসব শুরু। বছর শেষের একদিন আগেই পার্টি মোডে ঢুকে পড়লে শচীন টেন্ডুলকার। প্রি নিউ ইয়ার পার্টিতে বন্ধুদের সঙ্গে খোশমেজাজে পাওয়া গেল শচীনকে৷ মাথায় রুপোলি রঙের চকমকি বাহারি স্টাইলিশ টুপি পড়ে ছবিও তুললেন ক্রিকেট ঈশ্বর। একা নন, পার্টিতে তাঁর যোগ্য সঙ্গীও রয়েছে। ভারতীয় ক্রিকেটের আরও দুই তারকাকে পাওয়া গেল এই প্রি নিউ ইয়ার সেলিব্রেশন পার্টিতে।

যুবরাজ আর আগরকরকে নিয়েই চলল সচিনের ফটোসেশন৷ সেই ছবিই এখন ভাইরাল৷ সোশ্যাল মিডিয়ায় পার্টির ছবি প্রকাশ করে যুবরাজ লিখেছেন শচীন ও আগারকরের সঙ্গে দারুণ মজার একটা সন্ধ্যা কাটালাম৷ ছবিতে অবশ্য আগারকার ও যুবরাজকে একেবারে বোল্ড আউট করে দিয়েছেন লিটিল মাষ্টার৷ শচীনের মাথায় রুপোলি টুপিটাই এছবির প্রধান আকর্ষণ৷

সোশ্যাল মিডিয়ায় সেটাই জানাচ্ছে নেটিজেনরা৷বছর শেষে অবশ্য আরও একটি কারণে স্পোর্টস ভাইরালের এক নম্বরে রয়েছেন শচীন৷ নতুন বছর শুরুর আগে নতুন খেলায় হাত পাকাতে দেখা গেল লিটল মাস্টারকে৷ ক্রিকেট থেকে অবসর নিয়ে পাকা পাকিভাবে গলফ খেলা শুরু করেছিলেন কপিল দেব৷ এবার কি সচিনও সেই পথেই হাঁটছেন? বছর শেষে গলফ স্টিক নিয়ে মাস্টারের উচ্ছ্বাস কিন্তু ইঙ্গিত দিয়ে রাখল৷
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে