সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০২:২০:১০

বাসায় তারকাদের ঢল: ‘স্মরণীয় রাত’ তিশা-ফারুকীর

বাসায় তারকাদের ঢল: ‘স্মরণীয় রাত’ তিশা-ফারুকীর

বিনোদন ডেস্ক: বছরের শেষ দিন ছিল গতকাল। অর্থাৎ গত হয়েছে ২০১৭। আর শুভ কামনায় শুরু হয়েছে ২০১৮। নতুন বছরকে ঘিরে নতুন আঙ্গিকে দিন শুরুর অপেক্ষায় সবাই। নতুন বছরের দিনগুলোকে মধুময় করতে পুরাতন বছরের স্মরণীয় মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই সবাই। আর তাই বছরের শেষ দিনটা প্রাণবন্ত করার প্রয়াস থাকে সবার। যেটার বিকল্প করেননি ফারুকী-তিশা দম্পতি। বছরের শেষ রাতটা স্মরণীয় করে রাখলেন এই দম্পতি।

কেননা, এই তারকা দম্পত্তির বাসায় গতকাল (৩১ ডিসেম্বর) তারকাদের ঢল নেমেছিল। সাহিত্য থেকে শুরু করে ক্রিকেট তারকার ঢল নেমেছিল এই দম্পতির বাসায়।

যেখানে ছিলেন সাহিত্যিক আনিসুল হক থেকে শুরু করে ক্রিকেটার সাকিব আল হাসান পর্যন্ত। এক কথায় ২০১৭ সালের শেষ রাতটা স্মরণীয় করে রাখলেন মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশা দম্পতি।

আর বছরের শেষ রাতের কিছু ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে লিখেন, সবাইকে শান্তিপ্রিয় নতুন বছরের শুভেচ্ছা। সবাইকে আমার ভালোবাসা। গত রাতে আমার বাসায় যারা ছোট আড্ডায় যোগদান করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

তারকাদের মধ্যে ছিলেন সাহিত্যিক আনিসুল হক, সাকিব আল হাসান ও স্ত্রী শিশির, জাহিদ হাসান, ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র পরমব্রত চট্টোপাধ্যায়, বিপাশা হায়াত, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন, নাট্যকার সাগর জাহান সহ আরও অনেকে।
১ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে