সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৯:২৫

‘যদি হাতটা ধরো’তে ইমরানের স্কুল জীবনের প্রেম

‘যদি হাতটা ধরো’তে ইমরানের স্কুল জীবনের প্রেম

বিনোদন ডেস্ক: স্কুল জীবনে ক্লাস ফাঁকি দিয়ে প্রেম করতেন কণ্ঠশিল্পী ইমরান। আর যার সঙ্গে তিনি প্রেম করতেন সেই মেয়েটি আর কেউ নন, কণ্ঠশিল্পী বৃষ্টি। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এমনটাই জানান দিলেন দুই তারকা। ইতিমধ্যে তাদের সেই সময়কার দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। তবে ইমরান বলছেন ভিন্ন কথা-
এ বিষয়ে ইমরান বললেন, ‘সবই ঠিক আছে। তবে বাস্তবতা ভিন্ন। গল্পটি ঘটতে যাচ্ছে আমাদের একটি মিউজিক ভিডিওতে। গল্পের দাবিতেই আমরা স্কুলড্রেস পরেছি। সেলফি তুলে দেখেছি। বেশ মানিয়েছে আমাদের।’

ইমরান আরও জানান, মাস চারেক আগে তার ও বৃষ্টির গাওয়া ‘যদি হাতটা ধরো’ শিরোনামের গানটির শুটিং হয়। যেখানে মডেল হিসেবে কাজ করেছেন চলচ্চিত্রের দুই জনপ্রিয় মুখ কাজী হায়াৎ ও খালেদা আক্তার কল্পনা। মাঝে বিরতি নিয়ে একই গানেরই শেষ অংশের শুটিং হয় ৩১ ডিসেম্বর।

পুরো কাজটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কাজী হায়াৎ এবং খালেদা আক্তার কল্পনার মতো চলচ্চিত্র ব্যক্তিত্বদের আমরা পেয়েছি এই ভিডিওতে। এখানে আমি আর বৃষ্টি স্কুল জীবনের প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, শ্রোতা-দর্শকদের জন্য এটি নতুন বছরের ভালো একটি উপহার হবে।’

গানের প্রয়োজনে দুজন শিল্পীকেই মডেল হিসেবে পরতে হয়েছে স্কুলড্রেস, চালাতে হয়েছে সাইকেল। ফিরতে হয়েছে স্কুলজীবনের প্রেমময় স্মৃতিতে। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর-সংগীত ইমরান নিজেই করেছেন। লেজার ভিশনের ব্যানারের এই ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। যা নতুন বছরের প্রথম মাসেই প্রকাশের কথা রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে