সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০৪:১৯:৫০

সিঁথিতে সিঁদুর দিয়ে বিপাকে আনুশকা!

সিঁথিতে সিঁদুর দিয়ে বিপাকে আনুশকা!

বিনোদন ডেস্ক: সিঁথিতে সিঁদুর দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন আনুশকা শর্মা। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত রিসেপশনে আনুশকাকে কপাল পর্যন্ত সিঁদুর পরতে দেখা যায়। সেই ছবি নেটে ভাইরাল হওয়ার পর থেকেই নারীবাদীরা ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রীর ওপর।

সিঁদুর ব্যবহার করে পিতৃতন্ত্রকেই স্বীকৃতি দিয়েছেন আনুশকা, এমনটাই মনে করছেন নারীবাদীরা। কপাল পর্যন্ত বিস্তৃত সিঁদুর দেখার পরে অনেকে আনুশকাকে তথাকথিত ‘নারীবাদ-বিরোধী’ বলে মন্তব্য করেছেন।

এক নারী মন্তব্য করেছেন, আনুশকা যে বিবাহিতা তা প্রমাণ করার জন্য কপাল পর্যন্ত সিঁদুর ব্যবহার করার কোনও প্রয়োজন নেই। বিরাট কোহলি আর আনুশকা শর্মার বিয়ে নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে।

বিজেপি নেতা কোহলিকে ‘দেশপ্রেমিক নয়’ বলে মন্তব্য করেছিলেন। এত দিন আনুশকা সমালোচনার কেন্দ্রে ছিলেন না। সিঁথিতে সিঁদুর ব্যবহার করে এবার বিতর্কে বলিউডি নায়িকা। তবে নারীবাদীরা আনুশকাকে নিয়ে মন্তব্য করলেও, নায়িকা অবশ্য এর উত্তরে একটি শব্দও ব্যবহার করেননি।-জি নিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে