সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৩:৫৯

নতুন বছরকে ঘিরে সিয়ামের যত মাথাব্যথা!

নতুন বছরকে ঘিরে সিয়ামের যত মাথাব্যথা!

বিনোদন ডেস্ক: নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন প্রত্যাশায় বুক বাঁধা। মিডিয়া ক্যারিয়ারে নতুন বছরকে ঘিরে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তার পরিকল্পনা, ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন।

এই তারকা বিগত বছরের ব্যর্থতা ভুলে অনেকে আবার এই বছরটাকে কাজে লাগাতে চান। সে অনুযায়ী পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন মনে মনে। তিনি জানিয়েছেন এ বছরে তাদের প্রত্যাশার কথাও। সিয়ামের নতুন বছরের কর্ম-পরিকল্পনা আভাস তুলে ধরা হলো…

২০১৮ সালে মুক্তি পেতে যাচ্ছে সিয়ামে অভিনীত প্রথম ছবি ‘পোড়ামন ২’। নতুন বছরকে ঘিরে তার বেশ কিছু পরিকল্পনা থাকলেও ক্যারিয়ারের প্রথম ছবিকে ঘিরেই নাকি তার যত মাথাব্যথা!

সিয়াম বলেন, আমার প্রথম ছবি মুক্তি পাবে ২০১৮ সালে। আমার স্বপ্ন বাস্তবে রূপ পাবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, বড়পর্দায় দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবেন সেটা দেখার জন্য। তবে আমি আত্মবিশ্বাসী। দর্শকরা এক নতুন সিয়ামকে দেখতে পাবেন।

বছর খানেক গ্যাপ দিয়ে ২০১৭ সালের প্রথমদিকে আবার কাজে ফিরেছিলেন সিয়াম। বিরতির পর কাজে ফিরলে দর্শকরা গ্রহণ করবে কিনা সেটা নিয়ে সিয়ামের মনে বেশ সন্দেহ ছিল। কিন্তু কাজে মনোযোগী হওয়ার পর সেই ধারণা পালটে গেছে এই তারকার।

সিয়াম জানালেন, আমি যে পজিশনে ছিলাম বিরতির পর কাজে ফিরে তারচেয়ে ভালো পজিশন অর্জন করেছি। এটা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসায় কারণে। আমার কাছে পুরো বছরটা কেটেছে স্বপ্নের মতো।

২০১৮ সালে আমার প্রত্যাশা আকাশচুম্বী। বেছে বেছে কাজ করবো। অভিনয়ের বাইরে আরেক পেশায় যোগদানের কথা ছিল। সেটা আপাতত স্থগিত করেছি। কারণ, একসঙ্গে অনেককিছু করা সম্ভব হবে না। মজার ব্যাপার হচ্ছে, চার-পাঁচটি সিনেমায় কাজের কথা চলছে।

বাংলাদেশী নয়, আবার যৌথ প্রযোজনার সিনেমা নয়; একেবারে দেশের বাইরের প্রজেক্ট। নির্দিষ্ট কোনো প্রডাকশন হাউজের কাজ নয়। প্রাথমিকভাবে প্ল্যানিং জেনেছি। শুনে ভালো লেগেছে। স্ক্রিপ্ট চেয়েছি। হাতে পেলে বাকিটা বলা যাবে। আমি সবসময় চেষ্টা করবো ভালো কাজের মাধ্যমে কীভাবে দেশকে রিপ্রেজেন্ট করা যায়! তবে আমি আশা করছি ২০১৮ সালে সিনেমার ব্যস্ততায় কাটবে। অন্যান্য কাজ করলেও সেটি আগাগোড়া বিচার করে করবো।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে