সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৭:২৩

ও আমার জীবনের প্রথম প্রেম: নাবিলা

ও আমার জীবনের প্রথম প্রেম: নাবিলা

বিনোদন ডেস্ক: নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা মাসুমা রহমান নাবিলা। আগামী এপ্রিলেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন নাবিলা। এমনটাই জানালেন তিনি। বর একটি বেসরকারি ব্যংকের কর্মকর্তা।

নাবিলা বলেন, ‘আমরা যখন সৌদি আরবের জেদ্দায় থাকতাম তখন পরিবার নিয়ে ওরাও থাকতো। আমরা একই স্কুলে পড়তাম। তখন থেকে তার প্রতি ভালো লাগা কাজ করেছে। ও আমার জীবনের প্রথম প্রেম। ১৮ বছর আগে যাকে ভালো লেগেছিল, এত দিন পর তাঁকেই বিয়ে করবো কল্পনাই করিনি। পরিবার সব কিছু চূড়ান্ত করেছে।’

নাবিলার দাদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও বেড়ে ওঠা সৌদি আরবে। জন্ম সেখানেই। বাবার চাকরি সূত্রে তাঁর কৈশোরের আনন্দময় দিনগুলো কেটেছে জেদ্দা শহরে। নাবিলার বর জোবাইদুল হকের কৈশোরের সময় কেটেছে জেদ্দায়। দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। নেত্রকোনার ছেলে জোবাইদুল হক পরিবার নিয়ে উত্তরায় থাকেন।

২০০০ সালে্ এসএসসি পাসের পর জেদ্দা থেকে স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন নাবিলা। ভর্তি হন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ঢাকায় আসার পর বন্ধুদের উৎসাহে একসময় উপস্থাপনা করার প্রতি আগ্রহ তৈরি হয়। বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু তার। এরপর শুধু এগিয়ে যাওয়া। সর্বশেষ ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করে নিজেকে অন্য মাত্রায় নিয়ে যান তিনি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে