সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০৬:২০:১১

বছরের প্রথম দিনেই নাতনি আরাধ্যর সঙ্গে অমিতাভের খুনসুটি, ছবি ভাইরাল

বছরের প্রথম দিনেই নাতনি আরাধ্যর সঙ্গে অমিতাভের খুনসুটি, ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক: আর সব তারকাদের মতোই মহাসমারোহে নতুন বছরকে বরণ করে নিয়েছেন ভলিউড তারকা অমিতাভ বচ্চন। তবে দেশের বাইরের কোনো পর্যটন কেন্দ্রে বা কোনো পার্টিতে নয়, ঘরেই তিনি সময় কাটিয়েছেন নাতনিদের সঙ্গে।
নাতনি আরাধ্য ও নব্য নভেলির সঙ্গে দারুণ সময় কেটেছে বিগবি’র। উচ্ছ্বসিত বিগ বি ও আরাধ্যর সেসব ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন অমিতাভ।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, আরাধ্যর টায়রা অমিতাভের মাথায়। আর আরাধ্য দু্ষ্টুমি করে চিৎকার করছে। এমন একটি ছবির ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘কন্যারা সবচেয়ে ভাল। তবে নাতনিরা আরও ভালো। আর আরাধ্য তার টায়রা দাদাজীর মাথায় পরিয়ে দিয়েছে, আর এখন চিৎকার করছে!’

নতুন বছরে নতুন দুটি সিনেমায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ‘১০২ নট আউট’-এ তিনি অভিনয় করবেন ঋষি কাপুরের বাবার চরিত্রে। এছাড়াও আমির খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তাকে দেখা যাবে ‘থাগস অফ হিন্দোস্তান’-এ।-দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে