বিনোদন ডেস্ক: গতকাল অপু বিশ্বাস ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফেসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, নতুন আলোর অপেক্ষায়, পুরনো তিক্ততা ভুলে, জীবন হোক রঙ্গীন, সাজুক বাহারী হাজার ফুলে। শুভ হোক নতুন বছর, শুভ ইংরেজি নববর্ষ।
এদিকে অপু বিশ্বাস সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেইজে পুত্র জয়কে নিয়ে ফুরফুরে মেজাজে দুটি ছবি পোস্ট করেন। বছরের প্রথমদিন ছেলের সাথে অপুকে ফুরফুরে দেখতে পেয়ে ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন। এক ভক্ত লিখেছেন, অপুকে আমার এতো ভালো লাগে কেনো আমি নিজেও জানিনা।
আরেক ভক্ত লিখেছেন, সুখে থাকো ভালো থেকো সবাইকে নিয়ে,শুভ ইংরেজি নববর্ষ। আরেক ভক্ত লিখেছেন, মা ও ছেলে দুইজনই অনেক কিউট। আরেক ভক্ত লিখেছেন, তোমাদের নতুন বছরটাকে মহান আল্লাহ পাক সুন্দর ভাবে সাজিয়ে দিক,আমিন।
গত বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। বছরের মাঝামাঝি সময়ে শিশুপুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস।
সেখানে অপু জানান, তিনি শাকিব খানের স্ত্রী এবং জয় শাকিবেরই সন্তান। এ খবর তুমুল সাড়া ফেলে দেয় সারা দেশে। আর বছরের শেষ দিকে শাকিব খান যখন অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠায় তখন দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। এই দুই ঘটনার জেরেই সারা বছর ঘুরেফিরে আলোচনায় আসেন এ দম্পতি।
এমটি নিউজ/আ শি/এএস