সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০৭:২০:০৪

ধূমপান ছাড়তে যা করছেন শাহরুখ খান

ধূমপান ছাড়তে যা করছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: বলিউড কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খান। তার অতিরিক্ত ধূমপানের কথা কারো অজানা নয়। অনেকদিন ধরেই তিনি ভক্তদের প্রতিশ্রুতি দিয়ে আসছেন এ বদঅভ্যাস ত্যাগ করবেন। কিন্তু পারছেন না। তবে ধূমপান কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেতা। আর এ জন্য বিশেষ একটি পদ্ধতি অবলম্বন করছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, আমি ধূমপান কমিয়ে দিয়েছি। বলিউড বাদশা জানান, তিনি এখন সময় পেলে তার অদেখা সিনেমাগুলো দেখেন, যা তাকে সিগারেট থেকে দূরে থাকতে সাহায্য করে।

তিনি বলেন, আমি লিপস্টিক আন্ডার মাই বোরকা দেখেছি, খুবই বুদ্ধিদীপ্ত। আনন্দ এল রাই স্যারের সিনেমা দেখেছি, যেটির নামও অনেক বড়—শুভ মঙ্গল সাবধান। তারপর আমি দঙ্গল দেখেছি। সিনেমাটি গত বছর মুক্তি পেয়েছে, কিন্তু আমি দেখেছি এই বছর। টাইগার জিন্দা হ্যায় দেখেছি। বেরেলি কি বারফি সিনেমাটিও খুবই সুন্দর।’

বর্তমানে আনন্দ এল রাই পরিচালিত একটি সিনেমার শুটিং করছেন শাহরুখ। এতে আরো রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ, যার একটি বামন চরিত্র। ১ জানুয়ারি সিনেমাটির নাম ঘোষণা করা হবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে