সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৯:৩৭

নিজের চুলের ব্যান্ড দিয়ে দাদাকে সাজিয়ে নববর্ষ পালন আরাধ্যর!

নিজের চুলের ব্যান্ড দিয়ে দাদাকে সাজিয়ে নববর্ষ পালন আরাধ্যর!

বিনোদন ডেস্ক: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতনী আরাধ্য বচ্চনের বয়স মাত্র ছয় বছর। পরিবারের অন্য সদস্যদের মতো তারকাখ্যাতি পেয়েছে সেও। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের একমাত্র কন্যা গতকাল নববর্ষের প্রথম মুহূর্ত উদযাপনে ছিল ব্যস্ত। খেলার সঙ্গী ও দাদা অমিতাভ বচ্চনের সঙ্গে বিশেষ সময় কাটানো হলো, সেই সঙ্গে তোলা হলো ছবিও। সেই ছবিতে দেখা গেলো, দাদার মাথায় নিজের চুলের ব্যান্ড পরিয়ে হাসি ধরে রাখতে পারছে না ছোট্ট আরাধ্য।  

ছবিতে এও দেখা গেলো, নাতনীর চুলের ব্যান্ড মাথায় নিতে কোনো আপত্তি করেননি বিগ বি অমিতাভ বচ্চন। নাতনির সাজে সেজে বরং খুশিই হয়েছেন। তারপর চলেছে সেলফি সেশন। দাদু নাতনি মিলে বেশ কয়েকটি সেলফি তুলেছেন নানা মুডে। আর সে ছবি পোস্ট করে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। তার মতে, বছর শুরুর এর থেকে ভালো মুহূর্ত আর কী হতে পারে!

এদিন নিজের ব্লগেও সে কথা উল্লেখ করেছেন অভিনেতা। জানিয়েছেন, বাড়িতে সময় কাটানোর থেকে ভালো মুহূর্ত আর নেই। আর তা আরও রঙিন করে তুলেছিল নাতি-নাতনীরাই। দুই নাতনী আরাধ্য ও নভ্যা নাভেলি নন্দার ছবি পোস্ট করা ছাড়াও ব্লগে অমিতাভ লিখেছেন, ‘শুভানুধ্যায়ীদের ভালোবাসা আমাকে আরও বেশি উদ্যমী করে তোলে’। এদিকে দাদুর সঙ্গে ছেলেমানুষি, খুনসুটি ছাড়াও বাড়ির সবার জন্য নববর্ষের কার্ড বানিয়ে তা দিয়ে শুভেচ্ছাও জানিয়েছে আরাধ্য। -ইন্ডিয়া টিভি নিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে