সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০৮:৫২:৩২

নতুন বছরের প্রথম লাইমলাইট কেড়ে নিল ছোট্ট তৈমুর!

নতুন বছরের প্রথম লাইমলাইট কেড়ে নিল ছোট্ট তৈমুর!

বিনোদন ডেস্ক: ২০১৬ সালের শেষের দিকে ২০ ডিসেম্বর জন্ম তার। বয়স মাত্র এক বছর। আর এখনই যেন তিনি সুপারস্টার। হবেই না বা কেন? বাবা সাইফ আলি খানের নবাবী চালচলন ও কারিনা কাপুর খানের অভিনয় দক্ষতার কিছু তো ঔরসে পেয়েছে তৈমুর! যে কারণে বর্তমানে বাবা-মায়ের চেয়েও বেশি আলোচনায় থাকে ছোট্ট নবাব। ২০১৭ সাল সোশ্যাল মিডিয়া শাসন করার পর ২০১৮ সালের প্রথম দিনেও লাইমলাইট কেড়ে নিলো তৈমুর আলি খান।

এই মুহূর্তে সুইজারল্যান্ডে মা-বাবার সঙ্গে নিউ ইয়ার উদযাপন করছে নবাবপুত্র। সেই পার্টিতেই মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাকে সেজেছিলেন কারিনা। স্টাইলিস্ট সাজে উষ্ণতা ছড়িয়েছিলেন তিনি। সাইফের ছিল ফর্মাল লুক। তবে আকর্ষণের কেন্দ্রে ছিল তৈমুর। ২০১৮ সালের প্রথম দিনে সেই পার্টির নতুন ছবি পোস্ট করা হয়েছে তৈমুরের। তৈমুরের এই ছবিটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই বছরও যে সোশ্যাল মিডিয়ায় তৈমুরই রাজত্ব করতে যাচ্ছে, তা প্রথম দিনেই বোঝা হয়ে গেলো! এদিকে শোনা যাচ্ছে, জানুয়ারির প্রথম সপ্তাহেই ভারতে ফিরবেন সাইফ-কারিনা। আগামী ১২ জানুয়ারি মুক্তি পাবে সাইফের ছবি ‘কালাকান্ডি’। তার প্রচারণার কাজ রয়েছে। কারিনাও ‘ভীরে দি ওয়েডিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। -ইন্ডিয়ান এক্সপ্রেস
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে