সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ১০:৩৪:১৮

বিদ্যার ‘এক ঢিলে দুই পাখি’

বিদ্যার ‘এক ঢিলে দুই পাখি’

বিনোদন ডেস্ক: কথা ছিল সাদামাটাভাবেই নিজের জন্মদিন পালন করবেন বলিউড তারকা বিদ্যা বালান। কোনো হই-হই, জমকালো পার্টি থেকে শত হস্ত দূরে থাকবেন তিনি। কিন্তু বছরের প্রথমদিন বলে কথা! জন্মদিন হিসেবে সেলিব্রেট না করলেও, দিনটাকে তো উদ্যাপন করতেই হয়!

তাই তো রোববার রাতেই তাঁর জুহুর বাড়িতে ছোট্ট পার্টির আয়োজন করেছিলেন স্বামী সিদ্ধার্থ রায় কপূর। পরিচালকের পরিবারের সদস্যদের সঙ্গে বিদ্যার বাবা-মাও গিয়েছিলেন সেই পার্টিতে। এই পার্টি ছিল এক ঢিলে দুই পাখির মতো। অর্থাৎ জন্মদিন তো বটেই, সঙ্গে বর্ষবরণও ছিল লক্ষ্য। তাই ছোট্ট অথচ থিম পার্টিতে বেশ জমজমাট আসর বসেছিল বিদ্যাদের।

শুধু তাই নয়, জন্মদিনের পার্টির জন্য সাজগোজ করতে করতেই ভক্তদের জন্য বিশেষ ভিডিও বার্তা পোস্ট করেছেন বিদ্যা। ২০১৮ সালে কী নিয়ে আশাবাদী অভিনেত্রী? সে কথা বলতে গিয়েই বিদ্যা বলেছেন, ‘বাঁচো, আর বাঁচতে দাও’। একই সঙ্গে বিদ্যার অনুরোধ, মানুষের গুণাগুণ বিচার না করে ভালবাসতে।-আনন্দবাজার, সংবাদ প্রতিদিন
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে