সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ১১:৩৬:০২

টেলিভিশনের এই অভিনেত্রী হৃত্বিকের পর্দার স্ত্রী!

টেলিভিশনের এই অভিনেত্রী হৃত্বিকের পর্দার স্ত্রী!

বিনোদন ডেস্ক: 'কুমকুম ভাগ্য' খ্যাত ম্রুনাল ঠাকুর এবার হৃত্বিকের পর্দার স্ত্রী হচ্ছেন।  বিকাশ ভাল-এর সিনেমা 'সুপার ৩০'-তে নাকি একসঙ্গে অভিনয় করবেন হৃত্বিক এবং ম্রুনাল। ওই সিনেমাতেই একজন অঙ্কের শিক্ষকের চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশনকে।

একই সাথে হৃত্বিকের স্ত্রী-র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টেলিভিশনের ওই অভিনেত্রীকে। যদিও, এ বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি।

শোনা যাচ্ছে, 'সুপার ৩০'-র জন্য নাকি প্রথমে ক্যাটরিনা কাইফকে পছন্দ ছিল পরিচালকের। 'ব্যাং ব্যাং'-এ হৃত্বিক-ক্যাটরিনার জুটি বক্স এ সাফল্য পেয়েছিল। কিন্তু, 'সুপার ৩০'-তে ক্যাটরিনার নাম নাকি ইতিমধ্যেই বাদ পড়েছে।

কিন্তু, হৃত্বিকের বিপরীতে ক্যাটরিনা কেন অভিনয় করবেন না, সে বিষয়ে গুঞ্জনও শুরু হয়েছে বলিউডে। হৃত্বিকের সঙ্গে সালমানের দ্বৈরথই কি 'সুপার ৩০' থেকে ক্যাটরিনার নাম বাদ পড়ার প্রধান কারণ? সেটা অবশ্য সময়ই বলবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে