সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ১১:৫৬:০৭

জাহিদ হাসানের দাড়ি রহস্য!

জাহিদ হাসানের দাড়ি রহস্য!

বিনোদন ডেস্ক: মোস্তফা সরোয়ার ফারুক-র পরবর্তী ছবি 'শনিবার বিকেল'-এর প্রধান চরিত্রে আছে প্রিয় অভিনেতা জাহিদ হাসান।  নতুন বছরে লাইভে ঘোষনা করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সাহেব। ছবিতে অভিনয় করবেন ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান।  ত্রিদেশীয় প্রযোজনায় ছবিটি নির্মিত হবে।  আগামী ফেব্রুয়ারি নাগাদ শুরু হবে ‘শনিবারের বিকেল’ ছবির শুটিং, মুক্তির সম্ভাবনা রয়েছে ২০১৮ সালের শেষের দিকে।  চমক দিতে জুড়ি নেই নির্মাতা ফারুকীর, সেই হিসেবে বলা যায় শনিবারের বিকেল ছবিতেও দর্শকদের জন্য ফারুকী রয়েছেন ভরপুর চমক।

শনিবারের বিকেল’ ছবিতে জাহিদ হাসান একজন ব্যবসায়ী।  মেডিকেলের নানা সামগ্রী আমদানি করেন।  মানুষকে ভালোবাসেন।  কিছু ঘটনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের নানাভাবে নির্যাতন করা হচ্ছে।  এ খবর শুনে কষ্ট পান।  তিনি সবাইকে বোঝাতে চেষ্টা করছেন, ‘সব মুসলিম এমন নয়।  আমি চাই, বিশ্বে মুসলিমরা যেন মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। ’

জাহিদ হাসান বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে কলকাতার ছবি ‘সিতারা’র জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।  ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে এই সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে।  পরিচালনা করবেন আশীষ রায়।  সিনেমাটি বাংলা ও তেলেগু ভাষায় তৈরি হবে।  এই ছবিতে অভিনয় করবেন ‘বাহুবলী’ ছবির নাসির হুসেন, নন্দিনী ও রাইমা সেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে