মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০১৮, ১২:১৭:৩০

যে কারনে মেয়েকে নিয়ে তিশার ঘরে গেলেন সাকিব শিশির

যে কারনে মেয়েকে নিয়ে তিশার ঘরে গেলেন সাকিব শিশির

বিনোদন ডেস্ক: নববর্ষে তারকাদের মিলন মেলা বসেছিল ফারুকী-তিশার ঘরে।  আতশবাজি, পার্টি, নাচ-গানের নতুন বছরকে বরণ করে নিয়েছে পুরো দেশ।  তারকারাও পিছিয়ে নেই।  মেয়েকে নিয়ে তিশার ঘরে গেলেন সাকিব শিশির।

সামাজিক মাধ্যম ফেসবুকে নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন তার বাড়িতেও ছিল পার্টির আয়োজন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।  সেই সঙ্গে অতিথিদের ধন্যবাদ জানিয়েছেন তার বাড়ির পার্টিতে অংশ নেয়ার জন্য।

স্যোলাল মিডিয়ায় পার্টির বেশ অনেকগুলো ছবিও দিয়েছেন তিশা।  ছবিতে দেখা যাচ্ছে তিশা-ফারুকী দম্পতির বাড়িতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, শিশির, আলায়না, আনিসুল হক, পরমব্রত, নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, বিপাশা হায়াত, জাহিদ হাসান, এলিটা-সহ আরও অনেক তারকা।

ফেসবুকে তিশা লিখেছেন-

‘নতুন বছরে সবার শান্তি কামনা করছি! ভালোবাসি সবাইকে।  বন্ধুদেরকে ধন্যবাদ যারা আমার বাসার পার্টিতে অংশ নিয়েছেন গত রাতে। ’
ফেসবুকে ঘরোয়া পার্টির ছবি দিয়ে ভক্তদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিশা।

সাকিব আল হাসান ও নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ দম্পতির সঙ্গে তিশা-ফারুকী দম্পতি, ছোট্ট আলাইনার সঙ্গে খেলছে তিশা, সঙ্গে আছেন শিশির।
২ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে