মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০১৮, ০৪:১২:১৭

‘শ্মশান’ এ প্রেমের দায়ে বহিষ্কৃত আসিফ

‘শ্মশান’ এ প্রেমের দায়ে বহিষ্কৃত আসিফ

বিনোদন ডেস্ক: একের পর এক জনপ্রিয় মিউজিক ভিডিও উপহার দিয়ে যাচ্ছেন আসিফ আকবর। গায়কীর পাশাপাশি ভিন্ন ভিন্ন সাজে তাকে পাওয়া যাচ্ছে এসব ভিডিওতে। দর্শকও পছন্দ করছেন। এবার নতুন গানের ভিডিওতে নতুন গল্পে পাওয়া গেল তাকে।

আসিফ জানালেন, ভিডিওতে দেখা যাবে বাবার বন্ধুর বাড়িতে লজিং থাকেন চার বছর। কিন্তু প্রেমের কথা জানাজানি হওয়ার পরে তাকে বহিষ্কৃত হতে হয়। লুকোচুরি প্রেম ও প্রেমের দায়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়া নিয়েই পাঁচ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই ভিডিওর গল্প তৈরি হয়েছে।

গানটির শিরোনাম ‘শ্মশান’। তরুণ মুন্সীর কথায় সুর-সংগীত করেছেন জাকের রানা। আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা লুইপা।

ভিডিওতে আসিফের সঙ্গে জুটি বেঁধেছেন নাদিয়া। নির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন। আর ‘শ্মশান’ প্রকাশ হবে এসএ প্রোডাকশনের ব্যানারে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে