মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০১৮, ০৬:১৫:৫৪

রণাঙ্গণ থেকে বাহুবলী এবার প্রেমাঙ্গনে

রণাঙ্গণ থেকে বাহুবলী এবার প্রেমাঙ্গনে

বিনোদন ডেস্ক: বাহুবলীর বিশ্বব্যাপী সাফল্যের পর দক্ষিণী সুপারস্টার প্রভাস বলিউড যাত্রার ঘোষণা দেন। পর পর দুটি সুপারহিট সিনেমা এসএস রাজামৌলি ও ম্যগনাম অপাস এর পরে প্রভাস বলিউড ছবি শাহো’তে অভিনয়ের ব্যপারে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানান। এটি হতে চলেছে এই সুপারস্টারের প্রথম বলিউড ছবি।

সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বাহুবলীর পর তার তারকাখ্যাতি এবং বলিউড ছবি শাহো’র ব্যপারে কথা বলেন। তিনি জানান, শাহো একটি রোমান্টিক ঘরানার সিনেমা। তবে অ্যাকশানখ্যাত এই নায়ক পুরোদস্তুর রোমান্টিক ছবিতে অভিনয়ের ব্যপারে একদমই বিচলিত নন।

কেননা যেখানে বিশ্বের বড় বড় তারকারা আলাদা চরিত্রে অভিনয় করতে চান, সেখানে তিনি একজন অভিনেতা হিসেবে অভিনয়ের ক্ষেত্রে কোন অজুহাত দেখাতে নারাজ। তবে এর পরবর্তীতে তিনি বলিউডের অ্যাকশন সিনেমায় কাজ করতে আগ্রহী।

এছাড়া প্রভাস করণ জোহরের সঙ্গে তার সখ্যের কথাও উল্লেখ করেন সে সাক্ষাতকারে। তিনি বলেন, করণের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তার(করণ) মাধ্যমে তিনি(প্রভাস) অনেক বলিউড অভিনেতার সঙ্গে পরিচিত হয়েছেন। তিনি মনে করেন, তার যেকোনো প্রয়োজন, তিনি অকপটে করণকে বলতে পারেন। ইতোমধ্যে প্রভাস শাহো’র শুটিং এর জন্য লস এঞ্জেলসে আছেন। খুব শিগগিরই ছবির নায়িকা শ্রদ্ধা কাপুরও শুটিংয়ে যোগ দেবেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে