মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০১৮, ০৭:২৩:৩৮

ভাইয়ের জন্মদিনে আবেগাপ্লুত পরীমনি

ভাইয়ের জন্মদিনে আবেগাপ্লুত পরীমনি

বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘অন্তর জ্বালা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ছবিটি ব্যবসাসফল না হলেও এই মুভির মাধ্যমে জায়েদ ও পরীমনিকে দর্শক নতুনভাবে আবিষ্কার করেছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে নতুন বছরের শুরুতেই দেখা গেলো ভাইয়ের জন্মদিনে আবেগাপ্লুত হতে।

ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে জন্মদিনের কিছু  ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, `There is a little boy inside the man who is my brother, Happy birthday Bhaijaan amr’। ছবিতে পরীমনিকে বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে। এছাড়া পরীর ড্রেসআপ আর সাজসজ্জাও ছিল নজরকাড়ার মতো।

এদিকে হঠাৎ পরিবারে সাথে পরীকে দেখতে পেয়ে ভক্তরা মুগ্ধ হয় নানা কমেন্ট করতে থাকেন। এক ভক্ত তার ভাইয়ের ড্রেসের প্রশংসা করে লিখেছেন, ‘উনার ড্রেস দেখে সুপারম্যান মনে করেছিলাম’।  আরেক ভক্ত নতুন বছরে পরীমনির শুভ কামনা করে লিখেছেন, ‘২০১৮ নতুন বছরটি শুধু তোমার ছবিগুলো সুপার হিট হবে এই কামনা করি’।

উল্লেখ্য, পরীমনি ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এরপর ২০১৫ সালে ‘রানা প্লাজা’ মুভিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত অন্যান্য মুভির মধ্যে উল্লেখযোগ্য হলো  ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘রক্ত’, ‘নদীর বুকে চাঁদ’, ‘বুকের মাঝে প্রেমের আগুন’, ‘ইনুসেন্ট লাভ’, ‘মহুয়া সুন্দরী’।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে