মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০১৮, ০৮:১৮:০১

ইয়াশ-মিমির নতুন চমক ‘তুই চিনতে পারলি না’

ইয়াশ-মিমির নতুন চমক ‘তুই চিনতে পারলি না’

বিনোদন ডেস্ক: গ্যাঙস্টার সিনেমার পর ইয়াশ-মিমি জুটির আরেকটি আলোচিত সিনেমা হলো ‘টোটাল দাদাগিরি’। কয়েকদিন আগে মুভিটির ট্রেইলার প্রকাশ হলে মিডিয়া পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়ে মুভিটি। মুভিটির কিছু নজরকাড়া দৃশ্য দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে।ট্রেইলার প্রকাশ হওয়ার পর এবার প্রকাশ হলো রোমান্টিক একটি গান।

‘তুই চিনতে পারলি না’ গানটি প্রকাশ হওয়ার পর পরই দর্শক মহলে তুমুল সাড়া ফেলেছে। গানটি আপনার বিরহ যন্ত্রণা ভুলিয়ে দিবে মুহূর্তে। নতুন হিরো ইয়াশ দাশগুপ্ত এর তৃতীয় ছবি এটি, তাই বলা চলে এই ছবিটি ইয়াশের জন্য বেশ চ্যালেঞ্জিং এবং ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। এবার  মুভিটির কাহিনীর নিয়ে সামান্য আলোচনা করা যাক।

ছবিটিতে ইয়াশকে একজন ফাঁকিবাজ কলেজ  ছাত্রের ভূমিকায় দেখা যাবে। দেখা যাবে সে অনেকবার চেষ্টার পরেও পাস করতে ব্যর্থ হয়। মিমিকে দেখতে পাবেন একই কলেজেরই প্রিন্সিপালের মেয়ের ভূমিকায় ।

প্লট দেখেই বোঝা যাচ্ছে একটি দুষ্টু মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মত ছবিটি। আবার নামের সাথে দাদাগিরি থাকায় কিছু অ্যাকশনের আমেজও পাওয়া যাবে বলে মনে করছেন অনেকে। ‘তু্ই চিনতে পারলিনা’ গানটি ছাড়াও এই সিনেমায় জিৎ গাঙ্গুলির সঙ্গীত পরিচালনায় আরো কিছু ভালো গান রয়েছে যা আপনাকে বারে বারে মুগ্ধ করবে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে