বুধবার, ০৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৯:৪৭

গভীর রাতে সেলফিতে মেতে উঠলো আসিফ পরিবার

গভীর রাতে সেলফিতে মেতে উঠলো আসিফ পরিবার

বিনোদন ডেস্ক: বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধারার সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত আসিফ আকবর। তার প্রকাশিত প্রথম সঙ্গীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন তিনি। এই মাঝবয়সেও তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন। এইতো নতুন বছরের শুরুতেই ভক্তদের ‘হৃদয়ে যত কথা’ আর ‘প্রথম দেখা’ দুইটি গান উপহার দিয়েছেন,যা ইতোমধ্যে ভক্তদের কাছে দারুণ সাড়া ফেলেছে।

জনপ্রিয় এই কন্ঠ শিল্পী আসিফ আকবরকে প্রায় দেখা যায় তার ভেরিফাইড ফেসবুকে ছবি পোস্ট করতে। এদিকে গতকাল গভীর রাতে সপরিবারে একই ফ্রেমেবন্দি হওয়া একটি ছবি পোস্ট করতে গিয়ে তিনি লিখেছেন, ‘গভীর রাতে মুভি দেখার সময়, ভালবাসা অবিরাম’। এবার গভীর রাতে সেলফিতে মেতে উঠলো আসিফ পরিবার।  

বছরের শুরুতেই হঠাৎ পরিবারের সবাইকে একই সাথে দেখতে পেয়ে ভক্তরা আবেগাপ্লুত হয়ে কমেন্টের বন্যা বয়ে দেয়। এক ভক্ত লিখেছেন,‘সুখী পরিবার, প্রিয় আসিফ আকবর, অনেক অনেক দোয়া ও ভালবাসা আপনার জন্য। আপনি বেঁচে থাকুন আমাদের মাঝে হাজার হাজার বছর’।

আরেক ভক্ত লিখেছেন, ‘দোয়া করি প্রিয় এই চারটি মুখে যেন মহান আল্লাহ সব সময় হাসি ভরে রাখে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনার ও পরিবারের প্রতি দোয়া ও ভালবাসা রইলো ,ফিআমানিল্লাহ্’। তিনি আরো লিখেছেন, ‘মাশাআল্লাহ্ সুখ আর আনন্দে ভরে যাক আপনাদের জীবন। দুঃখ যেন আপনাদের ছুঁতে না পারে এই দোয়া করি সবসময়। ভালবাসা অবিরাম’।

আরেক ভক্ত আসিফের প্রশংসা করে লিখেছেন, ‘আসিফ ভাইয়ের এমন সাধারণতাই,উনাকে এতটা অসাধারণ এবং সম্মানের উচ্চ স্থানে নিয়ে গেছে, আল্লাহ ভাল রাখুক এই পরিবারটাকে। ভালবাসা রহিল’।

কুমিল্লার ছেলে আসিফ আকবর পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে ৬ষ্ঠ। তিনি সালমা আসিফ মিতুকে বিবাহ করেন। তাদের রণ এবং রুদ্র নামে দুটি সন্তান রয়েছে। বর্তমানে সন্তান আর স্ত্রীকে নিয়ে আসিফ খুব সুখেই আছেন। পরিবারের সবার সাথে এই ছবিটিই তার উল্লেখযোগ্য প্রমাণ।
৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে