বুধবার, ০৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৩০:২৪

জি বাংলায় সম্প্রচার শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ঘটল...

জি বাংলায় সম্প্রচার শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ঘটল...

বিনোদন ডেস্ক: জি বাংলা-য় সম্প্রচার শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় উপরের দিকে পাকাপাকি ভাবে জায়গা করে নেয় ‘জয়ী’ ধারাবাহিক। প্রথমত ফুটবলকেন্দ্রিক মেগাসিরিয়াল বিষয়টাই একটি ইউএসপি। তার উপর রয়েছে অল্প ‘ধন্যি মেয়ে’ ফ্লেভার। তাছাড়া বিয়ের পরে শ্বশুরবাড়িতে মেয়েদের পেশাগত আইডেন্টিটির প্রশ্নটাও অত্যন্ত প্রাসঙ্গিক। গোটা বিষয়টা অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে উপস্থাপন করা হয়েছে চিত্রনাট্য ও সংলাপে। আর সেই চিত্রনাট্যকে প্রাণবন্ত করে তুলছে কলাকুশলীদের দক্ষ অভিনয়।

কিন্তু পার্থসারথি দেবের মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে চলাটা চাট্টিখানি কথা নয়। ডেবিউ ধারাবাহিকে সেই আশ্চর্য কাজটি করে ফেলেছে দেবাদ্রিতা বসু অর্থাৎ ‘জয়ী’। শোনা যায় এখনও ১৮ পার করেনি সে। অথচ অভিনয় দেখে তা বোঝার উপায় নেই দর্শকের। আসলে অভিনয়টা তার রক্তে। দেবাদ্রিতার বাবা সঞ্জয় বসু একজন বহু বছরের থিয়েটার কর্মী। ‘হ য ব র ল’ নাট্যগোষ্ঠীর অন্যতম পুরোধা।

মেয়ের অভিনয় নিয়ে তিনি অত্যন্ত গর্বিত মা শুক্লা বসুও। সম্প্রতি ১৪ ডিসেম্বর ১৯ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন দেবাদ্রিতার বাবা-মা। তবে দেবাদ্রিতার পরিবারে আরও একজন সদস্য রয়েছে তার ছোট বোন। এই সুখী পরিবারের সুখের মুহূর্তের ছবি যে কোনও ধারাবাহিকের পিকচার পারফেক্ট মুহূর্তের চেয়েও অনেক বেশি সুন্দর।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে