বিনোদন ডেস্ক: বাংলাদেশের যে কয়জন অভিনেতার প্রশংসা না করলেই নয়, তার মধ্যে অন্যতম হলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘দারুচিনি দ্বীপ’ ও ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায় অভিনয় করার মাধ্যমে দর্শকমহলে জায়গা করে নেন বরিশালের এই কৃতী সন্তান।
এছাড়া ২০১৫ সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে ‘জালালের গল্প’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হওয়ার পর তিনি দেশে বিদেশে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
সম্প্রতি তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমার জন্য তিনি আবারও আলোচনায় আসেন। এদিকে নতুন বছরে ভক্তদের জন্য মোশাররফের নতুন চমক হলো অরণ্য আনোয়ার রচনা ও পরিচালিত ‘ফুল এইচডি’ নাটকটি।
এই বিষয়ে তিনি গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, ‘ধারাবাহিক নাটক ‘ফুল এইচডি’। রচনা ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। তিনি আরো লিখেছেন, আসছে মাছরাঙা টেলিভিশনের পর্দায় ২৮ জানুয়ারি থেকে। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮:১৫ মিনিটে’।
মোশাররফ করিমের অভিনীত প্রথম নাটক ‘অতিথি’। তবে তার প্রথম অভিনীত চলচ্চিত্র হলো জয়যাত্রা। তার অন্যান্য চলচ্চিত্রগুলো হলো ‘রূপকথার গল্প’ ‘প্রজাপতি’ ‘টেলিভিশন’ এবং ‘অজ্ঞাতনামা’।
এমটি নিউজ/এপি/ডিসি