বিনোদন ডেস্ক: ২০১৮ সাল শুরু না হতেই টলিউডে সাজো সাজো রব। একজন বছরের প্রথম দিনেই ছবি মুক্তির দিন ঘোষণা করে দিচ্ছেন, তো অন্যজন আপলোড করছেন ছবির মহরতের ভিডিও। এরই মধ্যে কৌশিক গঙ্গোপাধ্যায় দুম করে একটি কাজ করে বসেছেন। টুইটারে এই ছবি পোস্ট করে জানিয়েছেন, এ বছর যেন এই বুড়োর দেখা মেলে।
এ নিয়ে সোশাল মিডিয়ায় রঙ্গব্যঙ্গের অন্ত নেই। কিন্তু আসলে প্রযোজক রানা সরকারকে একটু খোঁচা দিতেই এমন বললেন জনপ্রিয় পরিচালক। ‘ধূমকেতু’ রিলিজ হতে হতেও হয়নি গত বছর। দেবের সঙ্গে রানা সরকারের আর সুসম্পর্ক নেই। দেব-শুভশ্রী জুটিকে নিয়ে ‘ধূমকেতু’-র শ্যুটিং শেষ প্রায় আড়াই বছর হতে চলল। এখনও আটকে রিলিজ। সেই ছবিতেই দেবকে দেখা যাবে বৃদ্ধ বৈজ্ঞানিকের ভূমিকায়।
কিন্তু কথা হচ্ছে, এ বছর যদি সত্যিই অসম্ভবটা সম্ভব হয়, তবে অনেকেরই ধারণা, দেবের পারফরম্যান্স মুগ্ধ করবে অনেককেই। দেব এখনই শুরু করে দিয়েছেন ‘কবীর’ ছবিটির প্রমোশন। কবীর তাঁর নিজস্ব প্রোডাকশনের ছবি। রুক্মিণী আছেন তাঁর বিপরীতে।
একটাই চ্যালেঞ্জ, দেব-শুভশ্রী নাকি রুক্মিণী-দেব, কে থাকবেন এগিয়ে। ‘ধূমকেতু’ রিলিজ নিয়ে যতই টালবাহানা হোক, শুভশ্রী এই মুহূর্তে সোশাল মি়ডিয়ার দর্শকের কাছে এক নম্বরে। দেবও নাকি এতটাই মনোযোগ দিয়ে কাজ করেছেন যে, কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ‘ধূমকেতু’ সত্যিই অন্য সব নায়কের কাছে ত্রাস হয়েই উঠতে পারে। সম্ভাবনার আকাশ উজ্জ্বল!
এমটি নিউজ/এপি/ডিসি