বুধবার, ০৩ জানুয়ারী, ২০১৮, ১১:০৬:০৭

শুরু হচ্ছে ‘লাক্স সুন্দরী প্রতিযোগিতা’ যেভাবে জানাবেন নিয়মাবলী

শুরু হচ্ছে ‘লাক্স সুন্দরী প্রতিযোগিতা’ যেভাবে জানাবেন নিয়মাবলী

বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছর পর শুরু হচ্ছে, লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা। এবারের আসরে বিচারকের আসনে থাকবেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও চিত্রনায়ক আরিফিন শুভ।

এ নিয়ে তাহসান বলেন, এর আগে একবার ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছি। তখন জুনিয়র বিচারক ছিলাম। এবার সিনিয়র হলাম। তাই দায়িত্বটাও একটু বেশি। আমি বিচারকের আসনে বসে দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখবো। প্রথমত, সুষ্ঠুভাবে বিচারকার্য পরিচালনা করা। দ্বিতীয়ত, অনুষ্ঠানটি যেন নতুনত্ব ও ভিন্নমাত্রা পায়। আশা করি ভালোভাবেই পালন করতে পারবো এ দায়িত্ব।’

লাক্স বাংলাদেশ (LuxBangladesh) এর ফেইসবুকে পেইজ অথবা ওয়েবসাইট www.luxsuperstar.com এ গিয়ে খুব সহজে নিয়মাবলী মেনে সম্পন্ন করা যাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

যিনি লাক্স সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী হবেন তিনি পাবেন একটি ব্র্যান্ড নতুন গাড়ি ও পাঁচ লক্ষ টাকা। পাশাপাশি তিনি ইউনিলিভারের শুভেচ্ছাদূত ও ব্র্যান্ড কমিউনিকেশন পারফর্ম করবেন। দেশের শীর্ষস্থানীয় বিউটি ম্যাগাজিনের কাভার মডেল হতে পারবেন, বাংলাদেশ ফিল্ম এন্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্স করতে পারবেন। একইসাথে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ও চ্যানেল আইয়ের নাটকে কাজের সুযোগ পাবেন।

প্রথম রানার্স আপ-এর জন্য চার লক্ষ টাকা ও দ্বিতীয় রানার্স আপ তিন লক্ষ টাকার পুরস্কার পাবেন। এছাড়াও টপ-১০ সুন্দরী প্রতিযোগীর পোর্টফলিও তৈরি করবেন দেশের নামকরা ফটোগ্রাফাররা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে