বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০১৮, ১২:৪২:২৮

সুুুুস্মিতা সেনের পথেই হাঁটছেন পপি!

সুুুুস্মিতা সেনের পথেই হাঁটছেন পপি!

বিনোদন ডেস্ক: ৪০ বছর পেরিয়ে যাওয়ার পরেও বিয়ে না করায় ‘আইবুড়ো’ উপাধি পেয়েছেন বলিউড অভিনেত্রী সুুস্মিতা সেন। ঠিক যেন সুস্মিতা সেনের পথই অনুসরণ করছেন ঢাকাই সিনেমার ‘গ্ল্যামার গার্ল’খ্যাত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সুুস্মিতা সেনের মতো চল্লিশে না পোঁছালেও চল্লিশ ছুঁই-ছুই করছে পপির বয়স।

তবে বিয়ের প্রসঙ্গ উঠলে সুুস্মিতার মতোই মিষ্টি একগাল হাসি হেসে আস্তে করে পপি বলেন, ‘বিয়ে নিয়ে আগেও ভাবিনি, এখনও ভাবিনি। তাছাড়া এটা নিয়ে এত ভাবনা-চিন্তারই বা কি আছে! বিয়ের ফুল যখন ফুটবে, তখনই বিয়ে হবে।’

নতুন বছরে কী সেই ফুল ফোটার লক্ষণ টের পাচ্ছেন? উত্তরে আবারও স্বভাবজনিত মিষ্টি হাসলেন পপি। বললেন, ‘না, আপাতত সেরকম কোনো আলামত বা লক্ষণ দেখছি না। বিয়ে’টাকে আমি ভাগ্যের উপরই ছেড়ে দিয়েছি। তাছাড়া বিয়ের চেয়ে এখনও আমার ক্যারিয়ার নিয়েই বেশি মনোযোগী আমি।’

উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘কুুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক ঘটে লাক্সকন্যা পপির। গতবছর ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ হয় তার। এই দুই দশকে অসংখ্যবার বিয়ের গুজব ওঠে পপির। কিন্তু কোনো গুজবই সত্য বলে প্রমাণিত হয়নি। আর বার বারই এসব গুজবকে হাসি দিয়েই উড়িয়ে দিয়েছেন পপি।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে