বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০১৮, ০১:৩৫:৫৪

আজ মিশার জন্মদিন

আজ মিশার জন্মদিন

বিনোদন ডেস্ক: দেশীয় ছবির তুমুল জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন আজ ৪ জানুয়ারি। ১৯৮৬ সাল থেকে মিশা সওদাগর বড় পর্দায় কাজ শুরু করেন। মূলত এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন মিশা। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। এরপর ‘অমরসঙ্গী’ ছবিতেও নায়কের ভূমিকায় অভিনয় করেন জনপ্রিয় এ খল অভিনেতা।

পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন এবং তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ ছবিতে খল অভিনেতা চরিত্রে অভিনয় শুরু করেন। একই সময়ে সাতটি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন মিশা।

১৯৯৪ সালে ‘যাচ্ছে ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন। সেখান থেকেই তার সাফল্য শুরু। এরপর খল অভিনেতা হিসেবে প্রায় ৯০০ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি মনে করেন, নতুন বছরে চলচ্চিত্র শিল্পের সুদিন ফিরে আসবে। সব ধরনের অস্থিরতা কমে যাবে। গেলো বছর মিশা জানিয়েছেন, অনেক হয়েছে আর চলচ্চিত্রে অভিনয় নয়। এবার তিনি বিশ্রাম নিতে চান।

এর কিছু দিন পরেই তিনি বলেন, ভালো গল্পে কাজ করার সুযোগ পেলে অবশ্যই অভিনয় করবেন। একজন শিল্পী ভালো গল্পে কাজ করার সুযোগ পেলে কখনো কাজ থেকে দূরে থাকতে পারেন না। আর একেবারে অভিনয় ছাড়ার কথাও বলেননি।

নতুন বছর নিয়ে মিশা বলেন, প্রত্যাশা একটাই অশান্ত এই সময়ে শান্তি ফিরে আসুক। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।

আজ জন্মদিনে পরিবারের সঙ্গেই সময় কাটবে মিশার। এছাড়াও দুটি চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হয়ে থাকবেন তিনি। বরেণ্য এই চলচ্চিত্র অভিনেতার জন্মদিনে এমটিনিউজ২৪.কম পরিবারের শুভেচ্ছা।  
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে